#কলকাতা: সোশ্যাল মিডিয়ার কী অবস্থা দেখুন ! শ্রাবন্তী শুনলেও, তাঁর ব্যক্তিগত লাইফ ৷ তাঁর তিন নম্বর বিয়ে ৷ রাজীব, কৃষ্ণা ও রোশন তিন স্বামীকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায় ৷ মিডিয়াদেরও বলিহারি ৷ কিছু হলো কী না হলো, শ্রাবন্তীকে চেপে ধরো ৷ আসলে, আজকাল, বলা ভালো রোশনের সঙ্গে আলাদা থাকার খবর রটে যাওয়ার পর তো শ্রাবন্তীর টিআরপি হাই !
কিন্তু এসবে একেবারেই বিচলিত নন শ্রাবন্তী ৷ উল্টে, এসবকে পাত্তা না দিয়ে, শ্রাবন্তী নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছেন ৷ নতুন নতুন সিনেমা, ওয়েব সিরিজের শ্যুটিংও শুরু করে দিয়েছেন ৷View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Srabanti, Viral Video