Lily Chakraborty: মাত্র ১৯ বছরে সংসার, ছবি করতে এসে আমায়...! বিয়ে নিয়ে অকপট লিলি চক্রবর্তী

Last Updated:

Lily Chakraborty: সম্প্রতি জি বাংলার রিয়্যালিটি শো ঘরে ঘরে জি বাংলার অনুষ্ঠানের এক বছর পূর্তি উপলক্ষ্যে অভিনেত্রী লিলি চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গেলেন শো-এর সঞ্চালক অপরাজিতা আঢ্য৷ সেখানেই উঠে এল বর্ষীয়ান অভিনেত্রীর ব্যক্তিগত জীবন৷

টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী৷ অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ আট থেকে অষ্টাদশী৷ একটা সময়ে চুটিয়ে অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি৷ ফিল্ম ইন্ডাস্ট্রির নানা টানাপোড়েনের সাক্ষীও তিনি৷ প্রথমসারির কিংবদন্তি তারকা থেকে নানা প্রজন্মের শিল্পীদের সঙ্গেই কাজ করেছেন লিলি চক্রবর্তী৷ তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শকরা৷
অভিনয় জীবনের বাইরে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন কেমন তা জানার কৌতুহল বরাবরই রয়েছে দর্শকদের৷ এবার নিজের একান্ত ব্যক্তিগত মুহূর্তের কথা উঠে এল সোশ্যাল মিডিয়ায়৷ সম্প্রতি জি বাংলার রিয়্যালিটি শো ঘরে ঘরে জি বাংলার অনুষ্ঠানের এক বছর পূর্তি উপলক্ষ্যে অভিনেত্রী লিলি চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গেলেন শো-এর সঞ্চালক অপরাজিতা আঢ্য৷ সেখানেই উঠে এল বর্ষীয়ান অভিনেত্রীর ব্যক্তিগত জীবন৷
advertisement
advertisement
advertisement
ঘরে ঘরে জি বাংলার অনুষ্ঠানের এই ঝলক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পা ছুঁয়ে প্রণাম করে অনুষ্ঠান শুরু করছেন অপরাজিতা আঢ্য৷ শুধু তাই নয় প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদও করেছেন অভিনেত্রী৷ তারপর কেক কেটে ধুমধাম করে খেলা শুরু করেন অপরাজিতা৷ প্রোমোতে দেখা যাচ্ছে, অপরাজিতা লিলি চক্রবর্তীকে প্রশ্ন করছেন, তোমার সঙ্গে তোমার বরের পরিচয় হল কীভাবে? এই প্রশ্ন শুনে অভিনেত্রী যা বললেন, তা সকলেরই চক্ষু চড়কগাছ৷
advertisement
লিলি চক্রবর্তী বলেন, একটা ছবি করবে বলে স্টুডিওতে এসেছিলেন৷ ব্যবসায়ী মানুষের হঠাৎ মনে হয়েছিল সিনেমা বানাবেন৷ ব্যস তখন থেকেই শুরু৷ তবে সিনেমা আর বানানো হল না বরং আমাকে বিয়ে করে চলে গেলেন৷ মাত্র ১৯ বছর বয়সে সংসার শুরু করেন অভিনেত্রী৷ স্বামী অজিত কুমার ব্যবসায়ী হলেও স্ত্রীর কাজে সবসময়েই উৎসাহ জুগিয়েছেন৷ ২০১০ সালে প্রয়াত হন তিনি৷ কোনও সন্তানও নেই তাঁদের৷ অভিনেত্রীর জীবনের এই গল্প শুনেই হেসে গড়িয়ে পড়েন অপরাজিতা আঢ্য৷ ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lily Chakraborty: মাত্র ১৯ বছরে সংসার, ছবি করতে এসে আমায়...! বিয়ে নিয়ে অকপট লিলি চক্রবর্তী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement