অসুস্থ যিশু সেনগুপ্ত

Last Updated:

অসুস্থ যিশু সেনগুপ্ত, ভর্তি রয়েছেন হাসপাতালে

#কলকাতা: অসুস্থ অভিনেতা যিশু সেনগুপ্ত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল বিকেলে মারাত্মক পেট ব্যথা শুরু হয় যিশুর। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরই হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় তাঁকে। ডাক্তারের তরফ থেকে জানানো হয়েছে, গল্ডব্লাডারের জন্যই পেট ব্যথা। একটা ছোট অপারেশন করতে হতে পারে।
বিগত বেশ কয়েকমাস ধরেই চূড়ান্ত ব্যস্ত ছিলেন যিশু সেনগুপ্ত। একদিকে চলছিল সৃজিত মুখোপাধ্যায়ের 'উমা'র প্রচার, অন্যদিকে 'এক যে ছিল রাজা'র পোস্ট প্রোডাকশনের কাজ। পাশাপাশি, চৈতন্যদেবের জীবনী অবলম্বনে সৃজিতের ছবির প্রস্তুতি! স্বাভাবিক ভাবেই শরীর দুর্বল ছিলই! তারউপর এই নয়া বিপত্তি! ডাক্তার অবশ্য জানিয়েছেন, ওষুধে কাজ হলে, অপারেশন করতে হবে না!
বাংলা খবর/ খবর/বিনোদন/
অসুস্থ যিশু সেনগুপ্ত
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement