অসুস্থ যিশু সেনগুপ্ত
Last Updated:
অসুস্থ যিশু সেনগুপ্ত, ভর্তি রয়েছেন হাসপাতালে
#কলকাতা: অসুস্থ অভিনেতা যিশু সেনগুপ্ত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল বিকেলে মারাত্মক পেট ব্যথা শুরু হয় যিশুর। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরই হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় তাঁকে। ডাক্তারের তরফ থেকে জানানো হয়েছে, গল্ডব্লাডারের জন্যই পেট ব্যথা। একটা ছোট অপারেশন করতে হতে পারে।
বিগত বেশ কয়েকমাস ধরেই চূড়ান্ত ব্যস্ত ছিলেন যিশু সেনগুপ্ত। একদিকে চলছিল সৃজিত মুখোপাধ্যায়ের 'উমা'র প্রচার, অন্যদিকে 'এক যে ছিল রাজা'র পোস্ট প্রোডাকশনের কাজ। পাশাপাশি, চৈতন্যদেবের জীবনী অবলম্বনে সৃজিতের ছবির প্রস্তুতি! স্বাভাবিক ভাবেই শরীর দুর্বল ছিলই! তারউপর এই নয়া বিপত্তি! ডাক্তার অবশ্য জানিয়েছেন, ওষুধে কাজ হলে, অপারেশন করতে হবে না!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 11, 2018 10:42 AM IST

