#কলকাতা: অসুস্থ অভিনেতা যিশু সেনগুপ্ত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল বিকেলে মারাত্মক পেট ব্যথা শুরু হয় যিশুর। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরই হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় তাঁকে। ডাক্তারের তরফ থেকে জানানো হয়েছে, গল্ডব্লাডারের জন্যই পেট ব্যথা। একটা ছোট অপারেশন করতে হতে পারে।
বিগত বেশ কয়েকমাস ধরেই চূড়ান্ত ব্যস্ত ছিলেন যিশু সেনগুপ্ত। একদিকে চলছিল সৃজিত মুখোপাধ্যায়ের 'উমা'র প্রচার, অন্যদিকে 'এক যে ছিল রাজা'র পোস্ট প্রোডাকশনের কাজ। পাশাপাশি, চৈতন্যদেবের জীবনী অবলম্বনে সৃজিতের ছবির প্রস্তুতি! স্বাভাবিক ভাবেই শরীর দুর্বল ছিলই! তারউপর এই নয়া বিপত্তি! ডাক্তার অবশ্য জানিয়েছেন, ওষুধে কাজ হলে, অপারেশন করতে হবে না!