Jeetu Kamal Health Update: ‘আমি ক্ষমাপ্রার্থী’, হাসপাতালের বিছানায় শুয়ে আফসোসের সুর জীতুর গলায়

Last Updated:

Jeetu Kamal Health Update: শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জীতু কমল৷ এখন কেমন আছেন , তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন অভিনেতা৷

News18
News18
কলকাতা: শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জীতু কমল৷ আচমকাই বুকে ব্যথার হচ্ছিল, তারপরই কাঁপুনি দিয়ে জ্বর আসে অভিনেতার৷ এরপরই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে৷ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আর্যকে।
এখন কেমন আছেন , তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন অভিনেতা৷ হাসপাতালের বেডে শুয়ে হাতে রিভেন অথবা দুঃখী মুখ করে ‘I will come back soon’ এই সহানুভূতিশীল ক্যাপশন গুলো দেওয়ার বা ছবি তোলার কখনওই আমি পক্ষপাতিত্ব করি না। যারা করেন তাদের বিরুদ্ধাচারণও করিও না। দেখুন গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া মানেই গাড়ি খারাপ হয়ে গেছে এমন নয়,অথবা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই গাড়ি সার্ভিস সেন্টারে গেছে,এমনও নয়।
advertisement
advertisement
আরও পড়ুন-রাত পোহালেই দুঃসময় শুরু…! বৃশ্চিক রাশিতে অস্ত যাবে মঙ্গল, পদে পদে বিপদ, দুর্ঘটনার সম্ভাবনা, ছোট্ট ভুলেই জীবন ছারখার
মানব শরীরও তো,একটা যন্ত্র। যন্ত্র তো মাঝে মাঝে খারাপ হবেই অথবা বিকল হবে। তাকেও সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হবে। হাসপাতালে এসেছি আবার ফিরে যাব। এ অত্যন্ত সাধারণ ঘটনা। আমাকে নিয়ে এতো হাহুতাশ করার কোনও প্রয়োজন নেই। আমি সমাজের এত বিখ্যাত মানুষ নই বা সমাজের প্রতি আমার এত অবদান নেই যে আমাকে নিয়ে আপনারা এতটা সময় নষ্ট করবেন।
advertisement
আরও পড়ুন-নভেম্বরেই ‘জ্যাকপট’…! সূর্যের গোচরে আকাশছোঁয়া উন্নতি, বিরাট আর্থিক লাভ, সৌভাগ্যের দরজা খুলবে
আমার থেকেও অনেক অনেক বেশি পরিমাণ সমাজের প্রতি দায়বদ্ধ যারা,যাদের অবদান অতুলনীয় তাদের নিয়ে আপনারা আবেগ প্রবণ হোন। তবুও,আমার প্রতি আপনাদের আবেগ, ভালবাসা,প্রার্থনা সবকিছুকেই আমি সম্মান জানাই। বহু সেনা তার সংসার ছেড়ে আমাদের রক্ষার্থে সীমান্তে দাড়িয়ে,তাদেরও এইরকম ছোটখাট ব্যাধি লেগেই থাকে,আমরা খবরই পাই না।
advertisement
এই মুহূর্তে,আমার পাশেই ৮৬ বছরের এক বৃদ্ধ। সন্তান হারা,স্ত্রীও গত হয়েছেন। হাসপাতালের সিস্টারদের তিনি ‘তুই’ বলে নিজের মেয়ের মতো করে সম্বোধন করছেন,হাসছেন,মজা করছেন,আনন্দে বেডের মধ্যে শুয়ে মৃত্যুর দিন গুনছেন।তার পেশা কী ছিল জানেন? জঙ্গল সাফারিতে ড্রাইভারি করতেন। আমাদের আনন্দ দিয়ে গেছেন সারাটা জীবন। রোমাঞ্চ তৈরি করেছেন ঘন জঙ্গলে। তাদের কথা একবার ভাবুন।
advertisement
আমার সঙ্গে দিনরাত থাকে, বাবাই বলে একটি ছেলে। যে সারাদিন আমাকে জল-খাবার সমস্ত কিছু দিয়ে সাহায্য করে। আজ সাত-আট দিন হল তারও ঘুম নেই,ঠিক মতো খাওয়াটুকুও খায় নি। ১৭-১৮ ঘণ্টা টানা কাজ করে গেছে। সঙ্গে একটা গোটা ইউনিটের টেকনিশিয়ানসরাও। এদের কী হবে?? এই রকম লক্ষ লক্ষ মানুষ রয়েছে তাদের জন্যও প্রার্থনা করবেন।
advertisement
এই সময় দাঁড়িয়ে আমি যে কাজ দুটো করছি। সেই কাজ দুটো আমি ভীষণ ভীষণ ভীষণ উপভোগ করছি,আনন্দ পাচ্ছি করতে। মোহের মতো আচ্ছন্ন হয়েছিলাম কাজ দুটো নিয়ে। তাই জন্য খাওয়া-ঘুমের সময় আমি ভুলে গিয়েছিলাম। সেটা আমার দোষ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রযোজক Svf এবং Sai Vignesh Films এর কাছে। আমার জন্য তাদের কাজে খানিক বিরতি ঘটল।আমার জন্য তারা হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হলো,আমি ক্ষমাপ্রার্থী।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu Kamal Health Update: ‘আমি ক্ষমাপ্রার্থী’, হাসপাতালের বিছানায় শুয়ে আফসোসের সুর জীতুর গলায়
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement