Debraj Roy Demise: প্রয়াত সত্যজিতের 'প্রতিদ্বন্দ্বী'-র অভিনেতা দেবরাজ রায়, বয়স হয়েছিল ৭০

Last Updated:

Debraj Roy Death News: প্রয়াত প্রবীণ অভিনেতা দেবরাজ রায়। বাংলা চলচ্চিত্র এবং দূরদর্শনের একজন কিংবদন্তি ব্যক্তিত্বের দেবরাজ রায় আজ, বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।

প্রয়াত অভিনেতা দেবরাজ রায়
প্রয়াত অভিনেতা দেবরাজ রায়
কলকাতাঃ প্রয়াত প্রবীণ অভিনেতা দেবরাজ রায়। বাংলা চলচ্চিত্র এবং দূরদর্শনের একজন কিংবদন্তি ব্যক্তিত্বের দেবরাজ রায় আজ, বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবি দিয়ে তাঁর সিনেমা জীবন শুরু। ছিলেন মৃণাল সেনের ‘ক্যালকাটা ৭১’ ছবিতেও।
আরও পড়ুনঃ মাথা ঘুরিয়ে দেওয়া রূপ! নামী হিরোদের সঙ্গে কত প্রেম, শেষে বিবাহিত পুরুষকে বিয়ে, কে জানেন
সত্যজিৎ রায় ও মৃণাল সেন ছাড়াও তিনি তরুণ মজুমদার, বিভূতি লাহা, তপন সিনহার মতো বিখ‍্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। সিনেমা-দূরদর্শন-নাটক-রেডিয়োয় অতি পরিচিত মুখ ছিলেন দেবরাজ রায়। দেবরাজ রায় দূরদর্শনে দীর্ঘদিন সংবাদ পাঠ করেছে তাঁর স্ত্রী অনুরাধা রায়ও সিনেমায় বিখ্যাত মুখ। দেবরাজ রায়ে প্রয়াণে শোক জ্ঞাপন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের।
advertisement
advertisement
advertisement
আগামীকাল, শুক্রবার সল্টলেকে তাঁর বাসভবন তাঁর মৃতদেহ আনা হবে। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া সিনেমাজগতে। দেবরাজ রায়ের মৃত্যু ভারতীয় এবং বাংলা উভয় সিনেমার জন্যই এক অপরিমেয় ক্ষতি, এবং তাঁর অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Debraj Roy Demise: প্রয়াত সত্যজিতের 'প্রতিদ্বন্দ্বী'-র অভিনেতা দেবরাজ রায়, বয়স হয়েছিল ৭০
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement