Mamata Banerjee on Anasuya Sengupta: কান-এ সেরা অভিনেত্রীর মুকুটে ইতিহাস গড়লেন অনসূয়া, কলকাতার মেয়েকে নিয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee on Anasuya Sengupta: দুর্দান্ত জয়ের পর টলিউড থেকে বলিউড, সর্বত্র অনসূয়াই টক অফ দ্য টাউন। আলিয়া ভাট, রণবীর সিং, অর্জুন কাপুর-সহ অনেকেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ম্যাডলি বাঙালি-র অভিনেত্রীকে।
কলকাতা: অনসূয়া সেনগুপ্ত। ইতিহাস গড়লেন প্রথম ভারতীয় নারী হিসেবে। তায় আবার খাস কলকাতার মেয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সাংস্কৃতিক ক্ষেত্রে শহরের গর্ব আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন বঙ্গতনয়া। কলকাতার কন্যেকে এবার শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্ব বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে জিতে নিলেন সেরা অভিনেত্রী-র পুরস্কার। বুলগেরিয়ান পরিচালক কনস্টানটিন বোজানভ পরিচালিত ছবি ‘দ্য শেমলেস’-এর হাত ধরে এই শিরোপা পেলেন বাঙালি অভিনেত্রী। অনসূয়াই প্রথম ভারতীয় যিনি কান উৎসবে Un Certain Regard বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন।
advertisement
advertisement
এই দুর্দান্ত জয়ের পর টলিউড থেকে বলিউড, সর্বত্র তিনিই টক অফ দ্য টাউন। আলিয়া ভাট, রণবীর সিং, অর্জুন কাপুর-সহ অনেকেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ম্যাডলি বাঙালি-র অভিনেত্রীকে।
Congratulations to Anasuya Sengupta for winning the Best Actress Award at Cannes Film Festival. A girl of Bengal and a student of Jadavpur University, she makes us proud by this fabulous achievement of being the first Indian to win this laurel.
Congratulations to Payal Kapadia…
— Mamata Banerjee (@MamataOfficial) May 26, 2024
advertisement
এবার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া এক্স-এ অনসূয়াকে অভিনন্দন জানালেন। তিনি লিখলেন, ‘কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভের জন্য অনসূয়া সেনগুপ্তকে অভিনন্দন। বাংলার মেয়ে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। প্রথম ভারতীয় হিসেবে এই শিরোপা অর্জন করে, এই দুর্দান্ত কৃতিত্বের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন তিনি। কানে মর্যাদাপূর্ণ গ্র্যান্ড প্রিক্স জেতার জন্য পায়েল কাপাডিয়াকেও অভিনন্দন! ভারতীয় মহিলাদের জন্য এ এক দুর্দান্ত মুহূর্ত! উৎসবে পুরস্কার জেতার জন্য সন্তোষ সিভান এবং চিদানন্দ এস নায়েককেও আমার অভিনন্দন।’
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2024 12:04 AM IST