Basabdatta Chatterjee : ভালবেসে কার নাম লেখা থাকবে সখী বাসবদত্তার মনের মন্দিরে ?

Last Updated:

বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee) টলিউডের অন্য ধারার অভিনেত্রীর মধ্যে অন্যতম

কলকাতা : চলচ্চিত্র সমালোচকের মেয়ে ৷ ভেবেছিলেন নিজেও সাংবাদিক হবেন ৷ কিন্তু ঘটনাচক্রে বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee) হয়ে গেলেন অভিনেত্রী ৷ টলিউডের অন্য ধারার অভিনেত্রীর মধ্যে তিনি অন্যতম ৷ বিনোদনের দুনিয়ায় তঁর হাতেখড়ি ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ৷
প্রথম ধারাবাহিকেই দর্শকদের মন জয় করে নেয় বাসবদত্তার অভিনয় ৷ এর পর ‘বয়েই গেল’, ‘দুর্গা দুর্গতিনাশিনী’, ‘মন নিয়ে কাছাকাছি’, ‘গোয়েন্দা গিন্নি’, ‘প্রথমা কাদম্বিনী’-সহ একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয় ৷ বাস্তবের বয়সকে ছাপিয়ে তিনি অভিনয় করেন ‘নেতাজি’ ধারাবাহিকে প্রভাবতীদেবীর ভূমিকায় ৷
ধারাবাহিকের পাশাপাশি বাসবদত্তা অভিনয় করেছেন ছবিতেও ৷ ‘আসা যাওয়ার মাঝে’, ‘মিছিল’, ‘তখন কুয়াশা ছিল’, ‘শ্রাবণের ধারা’-সহ বেশ কিছু ছবির অন্যতম দিক তাঁর অভিনয় ৷ অভিনেত্রী নিজে মনে করেন, গড়পড়তা বাণিজ্যিক ছবির জন্য তিনি ঠিক উপযুক্ত নন ৷ কারণ সবরকম পোশাকে তিনি স্বচ্ছন্দ নন ৷ নিজেই জানিয়েছেন সাক্ষাৎকারে ৷
advertisement
advertisement
পর্দার বাইরে বাসবদত্তা জনপ্রিয় সামাজিক মাধ্যমেও ৷ সাংবাদিকের ঘরণি হিসেবে তিন বছর কাটিয়ে দেওয়ার পরও ফেসবুকে ভেসে আসে প্রেমের প্রস্তাব ৷
সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ বধূবেশে সজ্জিতা বাসবদত্তা সেখানে দরজা খুলে এগিয়ে আসছেন ৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ভালবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো’ ৷
advertisement
তুঁতে বেনারসি, ম্যাজেন্টা জরিদার ফুলহাতা ব্লাউজ, ভারী অলঙ্কার ও বুটিদার ওড়নায় তাঁকে লাগছে যেন রাজেন্দ্রাণী ৷ তাঁর সাজে নেটিজেনরা উচ্ছ্বসিত ৷ তবে কেউ কেউ বলেছেন, অপেক্ষাকৃত কম সাজেই তিনি বেশি মোহময়ী ৷
কাজের বাইরে তাঁর যে ‘অহঙ্কারী’ বলে পরিচয় আছে, জানেন বাসবদত্তা ৷ তাঁর নিজের কথায়, তিনি ওয়েভ লেন্থ না মিললে অন্তরঙ্গ হয়ে মিশতে পারেন না ৷ এক জীবনে সকলকে খুশি করে, সকলের কাছে ভাল থেকে চলা যায় না ৷ বিশ্বাস করেন তিনি ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Basabdatta Chatterjee : ভালবেসে কার নাম লেখা থাকবে সখী বাসবদত্তার মনের মন্দিরে ?
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement