Bappi Lahiri Death: শেষযাত্রায় 'ডিস্কো কিং', প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে অনুরাগীদের ভিড়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শোকস্তব্ধ পরিবারের সদস্যরা, কান্নায় ভেঙে পড়েছেন মেয়ে রেমা।
#মুম্বই: বুধবার আসমুদ্র হিমাচলকে কাঁদিয়ে চলে গেলেন বলিউডের 'ডিস্কো কিং' বাপ্পি লাহিড়ি। বাবার শেষকৃত্যের জন্য, আজ বৃহস্পতিবার ভোরেই আমেরিকা থেকে সপরিবারে মুম্বই ফিরেছেন বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি। মুম্বইয়ের সান্তাক্রুজ-এর পবন হংস মহাশ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে বাপ্পি লাহিড়ির। ফুল, মালা, বাপ্পি লাহিড়ির ছবি দিয়ে সাজানো একটি ট্রাকে মহাশ্মশানের উদ্দেশে রওনা হয়েছে। চারপাশে উপচে পড়ছে ফ্যানেদের ভিড, রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। শোকস্তব্ধ পরিবারের সদস্যরা, কান্নায় ভেঙে পড়েছেন মেয়ে রেমা।
advertisement
advertisement
advertisement
Mortal remains of veteran singer #BappiLahiri being carried to Vile Parle crematorium in Mumbai pic.twitter.com/H1X4TL1yEy
— ANI (@ANI) February 17, 2022
Funeral procession of legendary singer #BappiLahiri on the way to Vile Parle crematorium in Mumbai where his last rites will be performed pic.twitter.com/8lv0RZcx5z
— ANI (@ANI) February 17, 2022
advertisement
advertisement
advertisement
মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। গত বছর এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন। মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গত প্রায় একমাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবারই বাড়ি ফেরেন বাপ্পি। কিন্তু মঙ্গলবারই ফের অসুস্থ হয়ে পড়েন । পরিবারিক চিকিৎসক তাঁকে ফের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হতে বলেন। মঙ্গলবার মধ্যরাতে সেই হাসপাতালেই তাঁর মৃত্যু হয় (Bappi Lahiri death)।
advertisement
মেয়ে রেমা লাহিড়ির কোলে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুরকার-গায়ক।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রয়াত শিল্পীর বন্ধু বলেছেন, “রেমার কোলে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পিদা। ওর সঙ্গেই শেষ কথা বলেন তিনি। ওঁর পরিবার ভেঙে পড়েছে।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2022 11:01 AM IST