Bangladesh Election Mahiya Mahi: 'ট্রাক' নিয়ে নির্বাচনে বাংলাদেশি নায়িকা, প্রার্থী হয়েও ভোট দিতে পারবেন না মাহিয়া

Last Updated:

Bangladesh Election Mahiya Mahi: অভিনেত্রী এই প্রথম নির্বাচনে দাঁড়িয়েছেন। তাঁর প্রতীক ট্রাক। ঢাকার উত্তরার ভোটার তিনি নিজে। কিন্তু যেহেতু তিনি নিজেই এবার প্রার্থী, তাই ভোট দেওয়ার অধিকার থেকে এবার তিনি বঞ্চিত।

অভিনেত্রী মাহিয়া মাহি
অভিনেত্রী মাহিয়া মাহি
ঢাকা: রবিবার সকাল ৮টা থেকে বাংলাদেশ জুড়ে নির্বাচনী আবহ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে সে দেশে। এ বছর বিনোদন জগতের একাধিক শিল্পী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন।
যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মাহিয়া মাহি, গায়িকা মমতাজ বেগম, গায়িকা ডলি সায়ন্তনী, গায়িকা নকুল কুমার বিশ্বাস ও কমেডিয়ান কমর উদ্দিন আরমান।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি। অভিনেত্রী এই প্রথম নির্বাচনে দাঁড়িয়েছেন। তাঁর প্রতীক ট্রাক। ঢাকার উত্তরার ভোটার তিনি নিজে। কিন্তু যেহেতু তিনি নিজেই এবার প্রার্থী, তাই ভোট দেওয়ার অধিকার থেকে এবার তিনি বঞ্চিত।
advertisement
advertisement
মাহিয়া এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমি ঢাকার উত্তরার ভোটার। সাধারণত সেখানেই ভোট দেওয়া হয়। কিন্তু এবার নির্বাচনের কারণে যেতে পারছি না।’’ তবে একইসঙ্গে তিনি চান, তাঁর নির্বাচনী এলাকার মানুষেরা যেন ভোটটা দিতে পারেন। নিজে প্রার্থী হওয়ায় নির্বাচনী এলাকায় থাকতে হচ্ছে তাঁকে। তাই নিজের এলাকায় গিয়ে ভোট দেওয়া হবে না এবার।
advertisement
গত ডিসেম্বর মাসে ট্রাক প্রতীক নিজেই পছন্দ করে নিয়েছিলেন মাহিয়া মাহি। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে বেরিয়ে তিনি বলেছিলেন, ‘‘আমার মা–বাবা, আমার স্বামী ট্রাক প্রতীক পছন্দ করার জন্য বলেছেন… ট্রাকটাই আমার জন্য সেরা।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangladesh Election Mahiya Mahi: 'ট্রাক' নিয়ে নির্বাচনে বাংলাদেশি নায়িকা, প্রার্থী হয়েও ভোট দিতে পারবেন না মাহিয়া
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement