পিছিয়ে গেল 'কারাগার ২'-র মুক্তির তারিখ, কারণ জানলে অবাক হবেন! মুখ খুললেন চঞ্চল

Last Updated:

'কারাগার ১'- মীরজাফরের খুনি মূক-বধির বন্দির অভিনয়ে দর্শককে মুগ্ধ করেছিলেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। এদিকে দ্বিতীয় সিজন নিয়ে অধীর আগ্রহ দিনদিন বাড়ছে সকলের মধ্যে।

#কলকাতা: আবারও 'কারাগার'-এ বন্দি হওয়ার অপেক্ষায় বসে ছিল দুই বাংলার দর্শক। 'কারাগার ১'- মীরজাফরের খুনি মূক-বধির বন্দির অভিনয়ে দর্শককে মুগ্ধ করেছিলেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। এদিকে দ্বিতীয় সিজন নিয়ে অধীর আগ্রহ দিনদিন বাড়ছে সকলের মধ্যে। তেমনই এক সময়ে জানা গেল, যেদিন 'কারাগার ২' মুক্তি পাওয়ার কথা, তার থেকে আরও এক সপ্তাহ পিছিয়ে গেল। কিন্তু কেন?
এর জন্য দায়ী ফুটবল বিশ্বকাপ। যার জ্বরে ভুগছে গোটা পৃথিবী। যাতে এই একটির জন্য আর একটি ধাক্কা না খায়, তাই 'হইচই'-এর তরফে সিরিজের মুক্তি পিছিয়ে দেওয়া হয়। ১৫ ডিসেম্বরের বদলে ২২ ডিসেম্বর ফুটবল-জ্বর ছেড়ে চঞ্চল-জ্বরে ভুগবে দর্শক।
advertisement
advertisement
নিউজ18 বাংলার সঙ্গে আড্ডায় চঞ্চলকে প্রশ্ন করা হয়, মুক্তি পিছিয়ে দেওয়ায় কি তিনি খুশি? কারণ চঞ্চল তো নিজে ফুটবলের ভক্ত। আর্জেন্টিনাকে মনপ্রাণ দিয়ে সমর্থন করেন।
কিন্তু চঞ্চল একেবারে উল্টো কথা বললেন। তিনি মোটেও খুশি নন। চঞ্চল নিজের কারাগারে দর্শকদের বন্দি করতে মরিয়া হয়ে উঠেছিলেন। তাঁর কথায়, ''আমার তো মাথা গরম হয়ে যাচ্ছিল। সিরিজের মুক্তি এক সপ্তাহ পিছিয়ে যাওয়া মানে দর্শককে অপেক্ষায় রাখা। একইসঙ্গে আমিও তো অপেক্ষা করছি সিরিজটা দেখার জন্য। এক্ষেত্রে আমি একদমই দর্শক। সাধারণ দর্শকের ভাল লাগার সঙ্গে আমিও একাত্ম হয়েছিলাম। চাইছিলাম তাড়াতাড়ি মুক্তি পাক।''
advertisement
তবে একইসঙ্গে ফুটবল-প্রেমী চঞ্চল বললেন, ''একদিক থেকে ভাল লেগেছে, ঠান্ডা মাথায় খেলাটা দেখতে পারব।''
সম্প্রতি মুক্তি পেল 'কারাগার ২'-এর ট্রেলার। সৈয়দ আহমদ শওকির এই সিরিজের দ্বিতীয় সিজনে দ্বৈত সত্তায় দেখা দেবেন চঞ্চল। মূক-বধির বন্দি এবং টিপটপ সাজে ডেভিড অ্যাডামস। ফুটবল বিশ্বকাপ শেষ হতেই এই দুই চরিত্র নিয়ে হাজির হবেন চঞ্চল।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পিছিয়ে গেল 'কারাগার ২'-র মুক্তির তারিখ, কারণ জানলে অবাক হবেন! মুখ খুললেন চঞ্চল
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement