Chanchal Chowdhury: প্রশংসা পাওয়াটাকে তাঁদের পৈতৃক সম্পত্তি মনে করেন! বাংলাদেশের তারকাকেই কি তোপ চঞ্চলের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Chanchal Chowdhury: নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু। অনেকে মনে করছেন, এই কটাক্ষ বাংলাদেশের বিখ্যাত পরিচালক আশফাক নিপুণের উদ্দেশ্যে, কারও মতে, চঞ্চল আসলে মোশাররফ করিমকে কটাক্ষ করেছেন।
ঢাকা: ইদে সকলকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের উচ্চপ্রশংসিত অভিনেতা চঞ্চল চৌধুরী। কিন্তু সেই শুভেচ্ছাবার্তার সঙ্গে এল তোপ। কিন্তু কার প্রতি? কার প্রতি হঠাৎ ক্ষুব্ধ হয়ে গেলেন 'হাওয়া' অভিনেতা? ফেসবুক পোস্টে কারও নাম না করে কটাক্ষ করলেন চঞ্চল।
'কারাগার' ওয়েবসিরিজের অভিনেতা চঞ্চল ফেসবুকে লিখলেন, 'যে কোনও ব্যাপারে কেউ কোনও প্রশংসা করলে, তাঁকে অন্তত ধন্যবাদটা দিতে হয়। এটা ভদ্রতা। অনেকে প্রশংসা পাওয়াটাকে তাঁদের পৈতৃক সম্পত্তি মনে করেন। এই শিক্ষাটা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সবাইকে ঈদ মুবারক। আসুন সবাই মানবিক ও ভদ্র হই।'
advertisement
advertisement
কার বিষয়ে এই পোস্ট, সে বিষয়ে স্পষ্ট হল না। কিন্তু নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু। বিভিন্ন মন্তব্যে বোঝা গেল, অনেকে মনে করছেন, এই কটাক্ষ বাংলাদেশের বিখ্যাত পরিচালক আশফাক নিপুণের উদ্দেশ্যে, কারও মতে, চঞ্চল আসলে মোশাররফ করিমকে কটাক্ষ করেছেন। নানা মুনির নানা মত।

advertisement
তবে একদিন আগে তিনি ফেসবুক দীর্ঘ পোস্ট করে আশফাক পরিচালিত, মোশাররফ অভিনীত ‘মহানগর ২’-এর প্রশংসা করেছিলেন। তাঁর লেখায়, ‘কাল রাতেই দলেবলে আমরা ‘মহানগর ২’ দেখলাম। এক কথায় বলব, ভাল লেগেছে। সাব্বাস আশফাক নিপুণ! তোমার এই কাজটা দেখে কিছু মানুষের বিবেক জাগ্রত হোক, এটুকু আশা করি। আর তোমার গল্প বলার সাহসকে সাধুবাদ জানাই।’
advertisement
এই পোস্টের প্রেক্ষাপটেই কি চঞ্চলের সাম্প্রতিকতম পোস্ট? সে বিষয়ে স্পষ্ঠ উত্তর মেলেনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 6:04 PM IST