Bangladesh Singer Noble: বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন নোবেলের স্ত্রী! গায়কের মদের নেশাই কী কারণ? জানুন

Last Updated:

আইনি বিচ্ছেদ হয়ে গেল সালসাবেল মাহমুদ এবং গায়ক নোবেলের৷ আজ ফেসবুকে একটি পোস্ট দিয়ে সালসাবেল জানালেন ‘‘আমি আমার পারিবারিক সিদ্ধান্তে ডিভোর্সের কাজ সম্পন্ন করলাম, ধন্যবাদ’’৷

বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন নোবেলের স্ত্রী! গায়কের মদের নেশাই কী কারণ? জানুন
বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন নোবেলের স্ত্রী! গায়কের মদের নেশাই কী কারণ? জানুন
বহুদিন ধরেই জলঘোলা চলছিল৷ অবশেষে ‘ক্লিয়ার’ করলেন বাংলাদেশের গায়ক নোবেলের স্ত্রী সালসাবেল মাহমুদ৷ আইনি বিচ্ছেদ হয়ে গেল সালসাবেল মাহমুদ এবং গায়ক নোবেলের৷ আজ ফেসবুকে একটি পোস্ট দিয়ে সালসাবেল জানালেন ‘‘আমি আমার পারিবারিক সিদ্ধান্তে ডিভোর্সের কাজ সম্পন্ন করলাম, ধন্যবাদ’’৷
বেশ কিছুদিন ধরেই চর্চায় গায়ক৷ মত্ত অবস্থায় স্টেজে ওঠা, দর্শকদের তাঁকে লক্ষ্য করে জুতো ছোঁড়া থেকে শুরু করে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদ৷ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে নোবেল৷ স্ত্রী সালসাবেলের সঙ্গে তাঁর ঝামেল চলছিল বহুদিন ধরেই৷ নোবেলের মাদকাসক্তি নিয়ে অনেকদিন ধরেই সোচ্চার ছিলেন তাঁর স্ত্রী৷
advertisement
বিবাহ বিচ্ছেদের একটি অন্যতম কারণ যে নোবেলের নেশা, তা নিজের পোস্টেই একরকম স্পষ্ট করছেন সালসাবেল৷ ‘‘সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমার ও নোবেলের কথা হয়, আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা নেওযার জন্য জিজ্ঞেস করি৷ সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কখনো মাদক ছাড়বে না’’৷
advertisement
মাদকের জন্য যারা নোবেলকে প্ররোচিত করেছেন তাদের দিকেও অভিযোগের তীর ছুঁড়েছেন সালসাবেল৷ তাঁর কথায় নোবেলের নেশার জন্য সে শুধু একা দায়ী নয়৷ ‘‘অবশ্যই সে নিজেই সবচেয়ে বেশি দায়ী, কিন্তু তার মাদকদ্রব্য প্রাপ্তি ও আসক্তির ক্ষেত্রে অনেক ক্ষমতাশালী মানুষদের অবদান আছে৷’’
advertisement
নোবেল আগেই জানিয়েছিলেন যে তাঁদের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে৷ বিচ্ছেদের কারণে তিনি কতটা অবসাদে রয়েছেন সে কথাও জানিয়েছিলেন গায়ক৷ যদিও সেসময় তাঁর স্ত্রী দাবি করেন, এখনও তাঁদের চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয়নি৷ অবশেষে আইনি বিচ্ছেদের কথা নিজেই পোস্ট করলেন সালসাবেল৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangladesh Singer Noble: বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন নোবেলের স্ত্রী! গায়কের মদের নেশাই কী কারণ? জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement