Bangladesh Election 2024: এবার বাংলাদেশের ভোট যেন উৎসব, বললেন তমা মির্জা, জয়া আহসান ঢাকায় ফিরলেন ভোট দিতে

Last Updated:

Bangladesh Election 2024: এ বছর বিনোদন জগতের একাধিক শিল্পী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। ভোট দিয়েছেন অভিেনতা-অভিনেত্রীরা। জয়া আহসান ঢাকা ফিরেছেন কেবল ভোট দেওয়ার জন্য।

তমা মির্জা, জয়া আহসান
তমা মির্জা, জয়া আহসান
ঢাকা: শেষ হল বাংলাদেশে ভোট দেওয়া। আজই ভোটগণনা এবং ফলাফল মিলবে সে দেশে। যদিও বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোটই দিলেন না অধিকাংশ ভোটার৷ বাংলাদেশ নির্বাচনের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ৩টে পর্যন্ত মাত্র ২৬ শতাংশের কিছু ভোট পড়েছে।
বছর বিনোদন জগতের একাধিক শিল্পী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মাহিয়া মাহি, গায়িকা মমতাজ বেগম, গায়িকা ডলি সায়ন্তনী, গায়িকা নকুল কুমার বিশ্বাস ও কমেডিয়ান কমরউদ্দিন আরমান।
advertisement
ভোট দিয়েছেন অভিেনতা-অভিনেত্রীরা। ভোট দেওয়ার আগেই ‘সুরঙ্গ’ ছবির নায়িকা তমা মির্জা এক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমি ঢাকার বাড্ডার ভোটার। এটি ঢাকা-১১ আসন। এখানে ভোটের উৎসব লক্ষ্য করা যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত কি হয়। অবশ্যই ভোট দিতে যাব। ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে জয়ী করতে পারব। এবারের নির্বাচন আমার কাছে উৎসব মনে হচ্ছে। কোথাও কোনও বাধা নেই। স্বাভাবিক জীবন-যাপনে চলছে সবাই। পরিবেশটাও ভাল লাগছে।’’
advertisement
অন্যদিকে দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান ঢাকা ফিরেছেন কেবল ভোট দেওয়ার জন্য। জয়া সেখানকার এক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ভোট নাগরিক অধিকার। একটি রাষ্ট্রের প্রয়োজনে প্রত্যেক ব্যক্তির ভোট দেওয়া কর্তব্য। আমি আমার কর্তব্যের জায়গা থেকে ভোট দিতে বাংলাদেশে এসেছি। ভোট দিয়ে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ইচ্ছে। ভোটের কয়েকদিন পরই আমি দেশের বাইরে চলে যাব। সম্ভবত ফের কলকাতা চলে আসছেন জয়া। ‘ভূতপরী’ ছবির মুক্তির আগে সেই কাজে ব্যস্ত থাকবেন বলেই শোনা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangladesh Election 2024: এবার বাংলাদেশের ভোট যেন উৎসব, বললেন তমা মির্জা, জয়া আহসান ঢাকায় ফিরলেন ভোট দিতে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement