অক্ষয় খান্নার ধুরন্ধর এন্ট্রিতে মজেছে দেশ ! বাহরিনের গান ‘FA9LA’ সম্পর্কে আপনার যা জানা দরকার...
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Akshaye Khanna Dhurandhar Entry BGM: গানটির নাম FA9LA। আরবি ভাষায় FA9LA কে ‘faṣla’ হিসেবে উচ্চারণ করা হয় বলে জানা গিয়েছে।
কলকাতা: জল্পনা ছিল মুক্তির আগে থেকেই। তবে, আদিত্য ধারের ধুরন্ধর সব জল্পনা ছাড়িয়ে যা পরিবেশন করেছে, তা এক টানটান নিখুঁত অ্যাকশন-প্যাকড থ্রিলার। দর্শক জানতেন যে ছবিতে অক্ষয় খান্নাও রয়েছেন, তবে পর্দায় তাঁর উপস্থিতির সঙ্গে সঙ্গে তা এক দুর্ধর্ষ প্রভাব বিস্তার করেছে। এর কৃতিত্ব একদিকে অভিনেতার তো বটেই, মুখের অভিব্যক্তি, শারীরিক ভাষার নিখুঁত সমণ্বয়ে তিনি অপরাধ জগতের সম্রাট রেহমান ডাকাতের চরিত্রটিকে এক আলাদা মাত্রা দিয়েছেন। এই এন্ট্রি সিকোয়েন্স এত প্রভাবশালী হওয়ার কৃতিত্বের দ্বিতীয় ভাগ ছবির নির্মাতাদের, তাঁরা এক বাহরিনই গানকে এই দৃশ্যে এমনভাবে উপস্থাপিত করেছেন যে তা দর্শকের মাথায় গেঁথে গিয়েছে।
গানটির নাম FA9LA। আরবি ভাষায় FA9LA কে faṣla হিসেবে উচ্চারণ করা হয় বলে জানা গিয়েছে। ৯ সংখ্যাটির আলাদা কোনও উচ্চারণ নেই, তবে এটি একটি নির্দিষ্ট আরবি ধ্বনিকে প্রতিনিধিত্ব করে যাকে বলা হয় আয়ন। আরবী ভাষায় শব্দটি ‘একটি মজার সময়’ বা ‘পার্টির’ সমার্থক। FA9LA গানটি লিখেছেন এবং পরিবেশন করেছেন Flipperachi। এটি ২০২৪ সালে মুক্তি পেয়েছিল, বর্তমানে বিশ্বব্যাপী ইউটিউবে পাওয়া যায়। ভারতীয় যে সব দর্শকরা ধুরন্ধর এর মধ্যে দেখে ফেলেছেন, তাঁরা এখন গানটা লুপে চালিয়ে যাচ্ছেন বললে নিতান্ত ভুল হবে না। অনেকেই কমেন্ট সেকশনে বলছেন যে অক্ষয় খান্না এবং এই গান, শুধু এর জন্যই তাঁরা আবার সিনেমা হলে ধুরন্ধর দেখতে যাবেন।
advertisement
advertisement
ধুরন্ধর শুধু সাধারণ দর্শক নয়, একই সঙ্গে মুগ্ধ করেছে বলিউডের তাবড় চলচ্চিত্র ব্যক্তিত্বদেরও। মধুর ভান্ডারকরের কথা এই প্রসঙ্গে বিশেষ করে না বললে অন্যায় হবে। ছবিটির প্রশংসা করে মধুর ভান্ডারকর X-এ লিখেছেন, ‘‘ধুরন্ধর দেখলাম এবং কী রোমাঞ্চকর যাত্রা ছিল! এটি একটি সাসপেন্সপূর্ণ, আকর্ষক স্পাই থ্রিলার যা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আসনের কোণে আটকে রেখেছিল। দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো, সমস্ত অভিনেতা তাঁদের ভূমিকায় সম্পূর্ণরূপে নিমগ্ন হয়েছেন, তাঁদের অভিনয়ে সত্যতা এবং বিশ্বাসযোগ্যতা এনেছেন।’’
advertisement
advertisement
মধুর ভান্ডারকর আরও লিখেছেন, ‘‘রণবীর সিং হামজার চরিত্রে অসাধারণ, শক্তিশালী এবং উজ্জ্বল অভিনয় করেছেন। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, মাধবন এবং অভিনেত্রী সারা অর্জুনও দুর্দান্ত ছিলেন। রাকেশ বেদি আমার কাছে অবাক করার মতো; আমি কখনও তাঁকে একজন বিপজ্জনক নেতা হিসেবে কল্পনাও করিনি। কিন্তু অক্ষয় খান্না, হে ঈশ্বর, তিনি একজন বিপজ্জনক এবং শক্তিশালী অপরাধী নেতার ভূমিকায় নিখুঁতভাবে অভিনয় করেছেন; সত্যিই অসাধারণ অভিনয়! চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধারকে শুভেচ্ছা, যিনি এত আবেগ এবং গভীরতা দিয়ে এই উচ্চাকাঙ্ক্ষী ছবিটি তৈরি করেছেন। পুরো দলকে অভিনন্দন।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2025 3:27 PM IST

