লালপেড়ে সাদা শাড়িতে ‘বড়লোকের বিটি’, বাংলা গানে ভাইরাল হলেন বাদশা-জ্যাকলিন
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
হ্যাঁ, সেই পুরনো বাংলা গান ৷
#মুম্বই: হ্যাঁ, সেই পুরনো বাংলা গান ৷ যা কিনা গেয়ে জনপ্রিয় করেছিলেন কিংবদন্তি শিল্পী স্বপ্না চক্রবর্তী ৷ তবে এই গানের উৎস কিন্তু রতন কাহার৷ শোনা যায় দলের ঝুমুর দলে আলাপ হওয়া এক কুমারি মায়ের মেয়েকে দেখেই এই গানের রচনা রতন কাহারের ৷ আর তারপর স্বপ্না চক্রবর্তীর গলায় জগত বিখ্যাত গান বড়লোকের বেটি লো...লম্বা লম্বা চুল...
সেই গানকেই এবার নিজের মতো করে নিয়ে আসলেন জনপ্রিয় গায়ক বাদশা ! সঙ্গে অবশ্য বলিউডের সুন্দরী নায়িকা জ্যাকলিন ৷ একেবারে বাঙালিয়ানা ছড়িয়ে গেন্দাফুল গানে ফের ভাইরাল হয়ে উঠল বাংলার সেই পরিচিত লোকগীতি ৷
গানের ভিডিওতে দেখা গিয়েছে, জ্যাকলিন লালপেড়ে সাদা শাড়িতে ধুনুচিু নাচছেন ৷ চুল তাঁর খোলা ৷ আর তা দেখেই বাদশা নিজের স্টাইলে গেয়ে উঠছেন গান ৷ ইউটিউবে মুক্তি পেয়েছে বাদশার এই গান ৷ যা ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের ৷
advertisement
advertisement
দেখুন সেই ভিডিও----
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2020 7:11 PM IST