Babil Khan: 'সেই দৃষ্টি, সেই অভিব্যক্তি, সেই ব্যক্তিত্ব'...বাবিলের মধ্যে ইরফান খানকে দেখতে পেলেন নেটিজেনরা...
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বাবিলের (Babil Khan) ছবি দেখে ইমোশনাল নেটিজেনরা
#মুম্বই: বাবিল খান (Babil Khan), প্রয়াত অভিনেতা ইরফান খান পুত্র! সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ৩টে ছবি শেয়ার করেছেন বাবিল, যা দেখে মনে হচ্ছে ঠিক যেন ইরফান! সেই চোখ, সেই একইভাবে তাকানো, চুলের স্টাইল, ঠোঁটের গড়ন, সেই অভিব্যক্তি, সেই ব্যক্তিত্ব...হুবহু যেন ইরফান! এক ঝলকে দেখে নিজের চোখকেই বিশ্বাস করা যায় না, মনে হয় যেন সামনে বসে 'দ্য লেজেন্ড' ইরফান খান ( Irrfan Khan)! নেটিজেনরা বাবিলের ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন!
বাবিল (Babil Khan) নিজের ৩টে ছবির সঙ্গে লিখেছেন একটি নোট। বাবিলের লেখায়, '' কিছু অভিজ্ঞতা আপনার স্মৃতিতে পাকাপোক্ত জায়গা তৈরি করে নেয়, নিজের বলিষ্ঠ উপস্থিতি তৈরি করে! আপনি জানেন, সেই স্মৃতিগুলো আপনার বাকি জীবনের সুন্দর একটা অংশ হয়ে থেকে যাবে।''
advertisement
advertisement
বাবিলের (Babil Khan) ছবি দেখে ইমোশনাল নেটিজেনরা! কেউ লিখেছেন, '' আপনাকে একদম আপনার বাবার মতো দেখতে লাগছে'', কেউ বা বলছেন, '' এ যেন হুবহু কিংবদন্তী অভিনেতা ইরফান খান (Irrfan Khan)'', কারও মতে, '' আপনার মধ্যে ইরফান সাহেবকে দেখতে পেলাম'', কারও ভাষায়, '' ইরফান খান কোথাও যাননি। আপনার মধ্যেই আছেন।''
advertisement
কিছুদিনের মধ্যেই বলিউডে পা রাখতে চলেছেন বাবিল খান! বড় ছেলেকে পর্দায় দেখে যেতে পারেননি ইরফান । বাবিলের প্রথম ছবি ‘কালা’, (netflix film qala) প্রযোজনায় অনুষ্কা শর্মা এবং তাঁর দাদা কর্ণেশ শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’। ছবিতে বাবিলের সঙ্গে অভিনয় করছেন ‘বুলবুল’ খ্যাত তৃপ্তি ডিমরি। ইতিমধ্যেই ছবির নানা ঝলক দিয়ে তৈরি একটি মন্তাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাবিল। ক্যাপশনে লিখেছেন, '' কালা আসছে তার লড়াইয়ের গল্প বলতে। তার মায়ের হৃদয়ে জায়গা করে নেওয়ার লড়াই''। ছবিটি পরিচালনা করছেন ‘বুলবুল’-এর পরিচালক অন্বিতা দত্ত। ‘নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম’ হিসেবে মুক্তি পাচ্ছে 'কালা' (netflix film qala)।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2022 4:43 PM IST