'সলমন মাদক নেন, অভিনেত্রীরা যে কী করেন...'' বলিউডের বিরুদ্ধে তোপ দাগলেন রামদেব
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শনিবার উত্তরপ্রদেশের একটি মাদক-বিরুদ্ধ কর্মসূচির অংশ হয়ে রামদেব তোপ দাগলেন খোদ ব-টাউনের হেভিওয়েট সলমন খান, শাহরুখ খানদের বিরুদ্ধে!
#উত্তরপ্রদেশ: বলিউড ইন্ডাস্ট্রির প্রতি আক্রমণ হানলেন যোগগুরু রামদেব! শনিবার উত্তরপ্রদেশের একটি মাদক-বিরুদ্ধ কর্মসূচির অংশ হয়ে রামদেব তোপ দাগলেন খোদ বি-টাউনের হেভিওয়েট সলমন খান, শাহরুখ খানদের বিরুদ্ধে!
রামদেবের বক্তব্য, বলিউডের তারকারা নাকি মাদক সেবনকে আসকারা দেন! তাঁর কথায়, '' সলমন খান নিয়মিত মাদক সেবন করেন। আমির খানের বিষয়ে তেমন জানা যায় না! তবে শাহরুখ খান পুত্র আরিয়ান খান মাদক মামলায় জড়িয়ে পড়েছিলেন, আটকও হয়েছিলেন। অভিনেত্রীরা যে কী করেন...!''
advertisement
advertisement
মোরাদাবাদে আর্যবীর এবং বীরাঙ্গনা সম্মেলনে রামদেব যোগগুরু শুধুই বলিউডের বিরুদ্ধে তোপ দেগে ক্ষান্ত হলেন না, আক্রমণ করলেন রাজনীতিকদেরও! তাঁর মতে, ভোটের সময় মদ বিলি হয়। রামদেবের অভিযোগ, তারকা ও রাজনীতিকদের মধ্যে মাদকের ছড়াছড়ি। সবশেষে, দেশকে সব রকমের নেশা থেকে মুক্ত করতে দেশবাসীর কাছে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2022 7:51 PM IST