ওয়েব দুনিয়া মাতাতে আসছে শিবগামী
Last Updated:
#মুম্বই: ‘বাহুবলী’র দুই সিরিজ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নজির তৈরি করেছিল ৷ রেকর্ড ব্যবসা করে চমক লাগিয়েছিল ৷ এবার ওয়েবদুনিয়া মাতাতে আসছে এই ছবির পরবর্তী কাহিনি ৷ তবে গোটা ছবির গল্প নয়, এই ছবির একটি চরিত্র নিয়ে তৈরি হবে গোটা সিরিজ ৷
জানা যাচ্ছে, ‘বাহুবলী’র প্রযোজক সোবু ইয়ার্লাগাড্ডা এবং প্রসাদ দেবভিনেনি ‘শিবগামী’র অতীত জীবন নিয়ে ১০টি এপিসোডের ওয়েবসিরিজ আনতে চান ৷ সম্প্রতি তাঁদের তরফে প্রস্তাবটি ওয়েব পোর্টাল সংস্থা নেটফ্লিক্সকে দেওয়া হয় ৷ যদিও তাঁরা যে এই প্রস্তাবে রাজি হবেই তা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না ৷
তবে শিবগামী দেবীর চরিত্রে কিন্তু রম্যা কৃষ্ণাকে দেখতে পাবেন না দর্শকরা ৷ তবে একটি ক্যামিও অ্যাপিয়ারেন্সে দেখা যাবে অভিনেত্রীকে ৷ কিন্তু মুখ্যচরিত্রে কোন সুন্দরী অভিনয় করবেন তা কিন্তু এখনও নিশ্চিত নয় ৷ সিরিজটির শ্যুটিং শুরু হবে চলতি বছরের অগাস্ট মাস থেকে ৷ হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতেই সিরিজটির পুরো শ্যুটটি হবে বলে খবর ৷
advertisement
Location :
First Published :
May 26, 2018 2:43 PM IST