‘আমি তোমার ফ্যান !’ চাঁদের পিঠে বসে অঙ্কনার গানে মুগ্ধ আয়ুষ্মান খুরানা
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
অঙ্কনাও কিন্তু দারুণ ফ্যান আয়ুষ্মান খুরানার ৷
#মুম্বই: বাঁকুড়া থেকে সোজা ইন্ডিয়ান আইডলের স্টেজে ৷ একে একে বাধা পার করে ইন্ডিয়ান আইডলের ফাইনালে উঠেছিলেন বাংলার ঘরের মেয়ে অঙ্কনা মুখোপাধ্যায় ৷ ইন্ডিয়ান আইডলের গোটা সিজন ধরে একের পর এক জবরদস্ত পারফরম্যান্স ! অঙ্কনার গান শুনে মুগ্ধ হয়েছিল টিনসেল টাউন ৷ অনেকেই মনে করেছিলেন অঙ্কনাই হবে এবারের ইন্ডিয়ান আইডল ৷ তবে সেটা না হলেও, অঙ্কনার গুণে মুগ্ধ অনেকেই ৷ যেমন, বলিউডের হার্টথ্রব আয়ুষ্মান খুরানা ৷ অঙ্কনার গানে এতটাই বুঁদ যে, স্টেজে উঠে অঙ্কনাকে বলেই ফেললেন, ‘আমি তোমার গানের ফ্যান’ !
অন্যদিকে, অঙ্কনাও কিন্তু দারুণ ফ্যান আয়ুষ্মান খুরানার ৷ আর তাই তো ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালেতে আয়ুষ্মানকে সামনে পেতেই গেয়ে ফেললেন ডুয়েট ৷ এক ফালি চাঁদে বসে ‘রোমান্টিকতায়’ ডুবে গেলেন আয়ুষ্মান ও অঙ্কনা ৷
দেখুন সেই ভিডিও---
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2020 10:42 AM IST