মুম্বই: পিছিয়ে গেল ‘ব্রহ্মাস্ত্র ট্রিলজি’র পরবর্তী দু’টি পর্বের মুক্তি। দ্বিতীয়টির জন্য অপেক্ষা করতে হবে আরও তিন বছর। তৃতীয়টির জন্য ৪ বছরের অপেক্ষা। সদ্য নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর দিলেন স্বয়ং পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তার পরিবর্তে আরও একটি ‘বিশেষ ছবি’ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানালেন বাঙালি পরিচালক।
৪ এপ্রিল, মঙ্গলবার একটি বিবৃতি জারি করেন অয়ন। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং অমিতাভ বচ্চন অভিনীত ব্লকবাস্টার ছবি ‘ব্রহ্মাস্ত্র ট্রিলজি’ নিয়ে বড় খবর দিলেন অনুরাগীদের। পোস্টের ক্যাপশনে লিখলেন, ‘পরবর্তী অধ্যায়’।
বিবৃতিতে অয়ন জানালেন, ‘পার্ট ওয়ান (শিব)-এর এত ভালবাসা পাওয়ার পর আমি জানি পার্ট টু এবং থ্রি আরও বড় হতে চলেছে। কিন্তু এখন আমি জানতে পারলাম, সেই দু’টি ছবির জন্য আমাদের চিত্রনাট্যে কিছু বদল আনতে হবে। তবে সেই দু’টি ছবি কাছাকাছি সময়েই বানানো হবে। কাছাকাছি সময়েই মুক্তি পাবে।’
আরও পড়ুন: মধ্যরাতে ট্রেনে শিলিগুড়িতে অরিজিৎ, প্ল্যাটফর্মে নামতে গিয়ে হিমশিম গায়কের! দেখুন ছবি
এর পরেই অয়ন পরবর্তী খবর দিলেন। যেখানে এ স্পষ্ট হল, স্পাই ইউনিভার্সের কোনও একটি ছবি তাঁকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সময়মতো তিনি ছবির নাম ঘোষণা করবেন। কিন্তু এখন খানিক রহস্য রাখতে চাইছেন অয়ন। শেষে পরিচালক জানালেন, ভারতীয় ছবির এই অগ্রগতি দেখে আপ্লুত।
A post shared by Ayan Mukerji (@ayan_mukerji)View this post on Instagram
তবে তাঁর ঘোষণার পরেই নানা দিক থেকে কানাঘুষো শোনা যাচ্ছে, হৃতিক রোশনের ‘ওয়ার ২’ ছবিটিই সম্ভবত তাঁকে নির্দেশনা দিতে হবে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্তর্গত এই ছবির শ্যুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছিল ‘পাঠান’ মুক্তির পরেই।
প্রসঙ্গত অয়ন জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র (পার্ট ২) : দেব’ মুক্তির সম্ভাব্য সময় ২০২৬ সালের ডিসেম্বর এবং ‘ব্রহ্মাস্ত্র (পার্ট ৩)’ মুক্তি পেতে পেতে প্রায় ২০২৭ সালের ডিসেম্বর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ayan Mukerji, Brahmastra