OMG! রিকশাওয়ালা হলেন এই ভোজপুরী অভিনেতা
Last Updated:
#কলকাতা: অবিনাশ দ্বিবেদী ৷ এই ভোজপুরী অভিনেতা কাজ করেছেন বেশ কিছু ভোজপুরী সিনেমায় ৷ কাজ করেছেন কয়েকটি বিজ্ঞাপনেও ৷ তবে তিনিই এ বার বাংলায় রিকশা চালাতে আসছেন ৷ কি বিশ্বাস হচ্ছে না ? এমন পেশীবহুল চেহারাওলা একজন অভিনতা হঠাৎ করে রিকশা চালাতে যাবেন কেন? এর পিছনে রয়েছেন বাঙালি পরিচালক রামকমল মুখোপাধ্যায় ৷ তাঁর নির্দেশেই রিকশা চালাবেন এই ভোজপুরী অভিনেতা ৷
ব্যাপারটা কী একটু খোলসা করে বলা যাক ৷ আসলে কেকওয়াক’ এবং ‘সিজন গ্রিটিংস’-এর পর এবার নতুন ছবি নিয়ে প্রস্তুত পরিচালক রামকমল মুখোপাধ্যায় । হিন্দি ছবির পর এ বার বাংলা চলচ্চিত্র জগতে পা রাখছেন পরিচালক ৷ এর আগে স্বল্প দৈর্ঘ্যের দুটি ছবি বানিয়েছেন তিনি ৷ এ বার বাংলা ভাষার স্বল্প দৈর্ঘ্যের ছবি বানাতে চলেছেন রামকমল ৷ ছবির নাম ‘রিকশাওয়ালা’৷ বাঙালির জিয়া নস্ট্যাল করতে আসছে ‘রিকশাওয়ালা’৷ হাতে টানা রিকশার নস্টালজিয়া নিয়েই তৈরি হতে চলেছে এই ছবি। বাংলার থিয়েটার চর্চাকেও তুলে ধরা হবে এই ছবিতে ।
advertisement
advertisement
অভিনেতা অবিনাশ দ্বিবেদী ও পরিচালক রামকমল মুখোপাধ্যায় (ডানদিকে) ৷
কিছুদিনের মধ্যেই শ্যুটিং শুরু হবে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের রিকশাওয়ালার। আর সেই ছবির মূল চরিত্রে অভিনয় করছেন ভোজপুরী অভিনেতা অবিনাশ দ্বিবেদী। আর সেই চরিত্রে অভিনয় করতে গিয়েই তাঁকে রিকশা চালাতে হবে ৷ এই ছবির মাধ্যমে বাংলা সিনেমায় ডেবিউ হচ্ছে তাঁর। এ ছাড়াও আরও দুই চরিত্রে দেখা যাবে কস্তূরী চক্রবর্তী এবং সঙ্গীতা সিনহা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2019 8:40 PM IST