OMG! রিকশাওয়ালা হলেন এই ভোজপুরী অভিনেতা

Last Updated:
#কলকাতা: অবিনাশ দ্বিবেদী ৷ এই ভোজপুরী অভিনেতা কাজ করেছেন বেশ কিছু ভোজপুরী সিনেমায় ৷ কাজ করেছেন কয়েকটি বিজ্ঞাপনেও ৷ তবে তিনিই এ বার বাংলায় রিকশা চালাতে আসছেন ৷ কি বিশ্বাস হচ্ছে না ? এমন পেশীবহুল চেহারাওলা একজন অভিনতা হঠাৎ করে রিকশা চালাতে যাবেন কেন? এর পিছনে রয়েছেন বাঙালি পরিচালক রামকমল মুখোপাধ্যায় ৷ তাঁর নির্দেশেই রিকশা চালাবেন এই ভোজপুরী অভিনেতা ৷
ব্যাপারটা কী একটু খোলসা করে বলা যাক ৷ আসলে কেকওয়াক’ এবং ‘সিজন গ্রিটিংস’-এর পর এবার নতুন ছবি নিয়ে প্রস্তুত পরিচালক রামকমল মুখোপাধ্যায় । হিন্দি ছবির পর এ বার বাংলা চলচ্চিত্র জগতে পা রাখছেন পরিচালক ৷ এর আগে স্বল্প দৈর্ঘ্যের দুটি ছবি বানিয়েছেন তিনি ৷ এ বার বাংলা ভাষার স্বল্প দৈর্ঘ্যের ছবি বানাতে চলেছেন রামকমল ৷ ছবির নাম ‘রিকশাওয়ালা’৷ বাঙালির জিয়া নস্ট্যাল করতে আসছে ‘রিকশাওয়ালা’৷ হাতে টানা রিকশার নস্টালজিয়া নিয়েই তৈরি হতে চলেছে এই ছবি। বাংলার থিয়েটার চর্চাকেও তুলে ধরা হবে এই ছবিতে ।
advertisement
Untitled design - 2019-06-07T203705.530
advertisement
অভিনেতা অবিনাশ দ্বিবেদী ও পরিচালক রামকমল মুখোপাধ্যায় (ডানদিকে) ৷
কিছুদিনের মধ্যেই শ্যুটিং শুরু হবে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের রিকশাওয়ালার। আর সেই ছবির মূল চরিত্রে অভিনয় করছেন ভোজপুরী অভিনেতা অবিনাশ দ্বিবেদী। আর সেই চরিত্রে অভিনয় করতে গিয়েই তাঁকে রিকশা চালাতে হবে ৷ এই ছবির মাধ্যমে বাংলা সিনেমায় ডেবিউ হচ্ছে তাঁর। এ ছাড়াও আরও দুই চরিত্রে দেখা যাবে কস্তূরী চক্রবর্তী এবং সঙ্গীতা সিনহা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
OMG! রিকশাওয়ালা হলেন এই ভোজপুরী অভিনেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement