Death News: তাঁর গানে মোহিত হত ৮ থেকে ৮০! অকালে চলে গেলেন জনপ্রিয় ব্যান্ডের প্রতিষ্ঠাতা, সবার প্রিয় সঙ্গীতশিল্পী... কেঁদে আকুল ভক্তেরা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সঙ্গীত জগতে।
আর অ্যান্ড বি র অন্যতম প্রাণবন্ত কণ্ঠস্বর, আইকনিক ব্যান্ড আটলান্টিক স্টারের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ওয়েন লুইস শেষ নিশ্বাস ত্যাগ করলেন। ৫ জুন ২০২৫-এ মাত্র ৬৮ বছর বয়সে প্রয়াত হন তিনি। ব্যান্ড তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছে। তারা লেখে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি ৫ জুন, ২০২৫ তারিখে ওয়েন লুইসের মৃত্যু হয়েছে। পরিবারের পাশে থাকুন, তাঁদের গোপনীয়তাকে সম্মান করুন।”
তবে মৃত্যুর কারণ স্পষ্ট করে প্রকাশ করা হয়নি। লুইস কেবল একজন প্রতিভাবান কীবোর্ড বাদক এবং কণ্ঠশিল্পী ছিলেন না, তিনি আটলান্টিক স্টারের প্রাণপুরুষ ছিলেন। ডেভিড এবং জোনাথন লুইস, পোর্টার ক্যারল জুনিয়র, ক্লিফোর্ড আর্চার এবং জোসেফ ফিলিপসের মতো অন্য সদস্যদের সঙ্গে তিনি এই ব্যান্ডটি গড়ে তোলেন। এর মধ্যে শ্যারন ব্রায়ান্ট এবং বারবারা ওয়েদারসের মতো বিখ্যাত কণ্ঠশিল্পীরাও ছিলেন।
advertisement
advertisement
১৯৮৭ সালে আটলান্টিক স্টার একটি বিশাল সাফল্য অর্জন করে। অলওয়েজ, সার্কেল, সিক্রেট লাভার্স এবং মাই ফার্স্ট লাভ- তুমুল জনপ্রিয় হয়। তাদের শেষ স্টুডিও অ্যালবাম, মেটামরফোসিস ২০১৭ সালে প্রকাশ পায়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া জুড়ে শ্রদ্ধাঞ্জলির বন্যা বয়ে গিয়েছে। সকলের একটাই কথা, একজন দুর্দান্ত গীতিকার ছিলেন তিনি। তাঁর শূন্যতা মেটার নয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 10, 2025 12:25 PM IST