দ্বিতীয়বার বাবা হলেন আতিফ আসলাম! সদ্যোজাতের আদুরে ছবিতে উত্তাল নেটপাড়া
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ফের বাবা হলেন আতিফ আসলাম৷ এবার কন্যা সন্তান এল পাকিস্তানের গায়ক আতিফ আসলাম এবং তাঁর স্ত্রী সারা ভারওয়ানার সংসারে
ফের বাবা হলেন আতিফ আসলাম৷ এবার কন্যা সন্তান এল পাকিস্তানের গায়ক আতিফ আসলাম এবং তাঁর স্ত্রী সারা ভারওয়ানার সংসারে৷ কন্যার আগমনের খুশির খবর ইনস্টাগ্রামে পোস্ট করে আতিফ লিখেছেন ‘মা এবং সন্তান দু'জনেই ভাল আছে, আমাদের জন্য প্রার্থনা করবেন, মাশাল্লাহ’৷ সঙ্গে সদ্যোজাতের একটা মিষ্টি ছবিও দিয়েছেন আতিফ৷ ছবিতে দেখা যাচ্ছে, শান্তভাবে ঘুমিয়ে আছে আতিফ এবং সারার সদ্যোজাত শিশুকন্যা৷

অবশ্য এর আগেও বাবা হয়েছেন বলিউডের অতি পরিচিত এই গায়ক৷ আতিফের পাঁচ বছরের পুত্র আহাদ ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয়৷ এই বছর আহাদের জন্মদিনে বাবা আতিফ একটি সুন্দর নোট লেখেন। ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাবা লেখেন ‘শুভ জন্মদিন.. তুমি আমার সুপারস্টার, আর তোমার খুশিতেই তোমার মা বাবার সমস্ত সুখ’৷
advertisement
advertisement
২০১৩ সালে বহুদিনের বান্ধবী সারা ভারওয়ানাকে বিয়ে করেন পাকিস্তানি গায়ক৷ সম্প্রতি স্ত্রীর জন্মদিনে ইনস্টাগ্রামে ভালবাসা মাখা পোস্ট করেন আতিফ৷ সুখের সংসারে ভালবাসা আরও বাড়ল কন্যা সন্তানের আগমনে৷
বলিউডে বহু জনপ্রিয় গান গেয়েছেন আতিফ৷ তাঁর গাওয়া বেশ কিছু গান আজও সমানভাবে জনপ্রিয়৷ ‘তেরে সং ইয়ারা’, ‘দিল দিয়া গল্লা’, বা ‘পহেলি নজর মে’-র মতো আরও অনেক গানে এদেশের বহুমানুষের অন্যতম প্রিয় শিল্পী আতিফ আসলাম৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 3:27 PM IST