৪৮ বছরের সম্পর্ক শেষ হল, বিনোদ খান্নার স্মৃতিচারণে অমিতাভ বচ্চন

Last Updated:

সময়টা সত্তরের দশক ৷ একদিকে হিন্দি সিনেমার পর্দা কাঁপাচ্ছে অ্যাংরি ইয়ং ম্যান অমিতাভ বচ্চন, অন্যদিকে হ্যান্ডসাম লুক নিয়ে নিজের

#মুম্বই: সময়টা সত্তরের দশক ৷ একদিকে হিন্দি সিনেমার পর্দা কাঁপাচ্ছে অ্যাংরি ইয়ং ম্যান অমিতাভ বচ্চন, অন্যদিকে হ্যান্ডসাম লুক নিয়ে নিজের মতো করে এগিয়ে চলেছেন বিনোদ খান্না ৷ একসময় অমিতাভ ও বিনোদকে পর্দার বাইরে শত্রু মনে করা হতো ৷ ফিল্ম ম্যাগাজিনে তো দু’জনের বক্স অফিস টক্কর নিয়ে নানা কথা লেখালেখি হতো ৷ অনেকেই মনে করতেন অমিতাভকে যদি বড় পর্দায় টক্কর দিতে পারেন কেউ, তিনি হলেন বিনোদ খান্না ৷
২৭ এপ্রিল শেষ নিশ্বাস ত্যাগ করেন বিনোদ খান্না ৷ খবরটা যখন অমিতাভের কানে যায়, তখন তিনি ব্যস্ত সরকার থ্রি-এর প্রোমোশনে ৷ তবে খবরটা পেতেই অমিতাভ প্রোমোশন, সাক্ষাৎকার ছেড়ে সোজা রওনা দিয়েছিলেন বিনোদ খান্নার শেষকৃত্যে৷ সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চনও ৷ আর ব্লগে বিনোদ খান্নার স্মৃতিচারণে, নিজেক উজাড় করলেন অমিতাভ বচ্চন !
advertisement
ami
advertisement
অমিতাভ লিখলেন, ‘তখন আমি বলিউডে মাটি খুঁজে পায়নি ৷ লড়ে যাচ্ছি ৷ এই সময়ই একদিন সুনীল দত্তের অফিসে গেলাম ৷ আর সেখানেই প্রথম দেখলাম বিনোদ খান্নাকে ৷ দারুণ হ্যান্ডসাম, স্টাইলিশ ৷ মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম...’
সেই সময় বলিউডে রটে গিয়েছিল বিনোদ খান্না আর অমিতাভ নাকি শত্রু ! সেই বিতর্ক নিয়েও স্পষ্ট মন্তব্য রাখলেন অমিতাভ ৷ ব্লগে লিখলেন মন খুলে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৪৮ বছরের সম্পর্ক শেষ হল, বিনোদ খান্নার স্মৃতিচারণে অমিতাভ বচ্চন
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement