কিডনি বিকল! জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা প্রয়াত, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় সাহায্য প্রার্থনাও করেছিলেন জনপ্রিয় অভিনেতা

#মুম্বই: টেলিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ অভিনেতা আশিস রায় প্রয়াত হয়েছেন আজ ৷ সসুরাল সিমর কা, বনেগি আপনি বাত, ব্যোমকেশ বক্সী, ইয়েস বস, বা বহু আউর বিবি, মেরে অঙ্গনে মে, কুছ রঙ্গ প্যায়ার কো অ্যায়সে ভি, আরম্ভ-সহ এক ডজন টিভি শো-তে অভিনয় করেছেন আশিস রায় ৷ জানতে পারা গিয়েছে আর্থিক অসুবিধার কারণেই চিকিৎসা করতে সমস্যার সম্মুখীন হয়েছেন ৷ আশিস রায়ের দুটি কিডনিই বিকল হয়েছিল ৷ বাকি অঙ্গপ্রত্যঙ্গ ঠিক মত কাজ করছিলনা সেই কারণেই তিনি প্রয়াত হয়েছেন ৷
তিনি সোশ্যাল মিডিয়ায় সাহায্য প্রার্থনা করেছিলেন ৷ আশিস রায়ের হঠাৎ প্রয়াণে শোকের ছায়া নেমেছে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ৷ তাঁর বন্ধু সূরজ থাপর মঙ্গলবার জানিয়েছেন অশিস রায় শ্বাসকষ্ট জনিত সমস্যা হয়েছিল এরপরেই পরিস্থিতি একটু একটু করে জটিল হতে থাকে ৷ এরপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি ৷ আগে আশিস রায়ের ২ বার স্ট্রোক হয়েছে ৷ গত বছরে থেকেই তাঁর শরীর বেশ খারাপ ছিল, কিন্তু এই বছরে শরীর অত্যন্ত খারাপ ছিল ৷ তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন একা থাকেন তাই অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাঁকে ৷
advertisement
অনেক সময়ে তিনি মনে করেছিলেন কলকাতায় বোনের কাছে চলে যাবেন কিন্তু কাজ তো পেতে হবে ৷ না হলে চলবে কী করে? টিভি ছাড়াও আশিস রায় হলিউডে ডাবিং করেছিলেন ৷ পেশায় তিনি একজন ভয়েস ওভার আর্টিস্ট তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল সুপারম্যান রিটার্নস, দ্য ডার্ক নাইট, গার্জিয়ান্স অফ গ্যালাক্সি, দ্য লেজেন্ড অফ টার্জন ও জোকার এই ছবিগুলিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কিডনি বিকল! জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা প্রয়াত, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement