ক্ষমা চেয়ে নিন আলি জাফর, মুখ খুললেন আরও এক পাক-গায়িকা

Last Updated:

দু’দিন আগেই তাঁর নামে যৌন হেনস্থার অভিযোগে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া ৷ বিশ্বজুড়ে ঝড় তোলা ‘#MeeToo’কে সমর্থন করে এক ট্যুইটবার্তায় পাক-অভিনেত্রী মিশা জানিয়েছিলেন, তাঁকে একাধিকবার যৌন হেনস্থা করেছেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক আলি জাফর ৷

#করাচি: দু’দিন আগেই তাঁর নামে যৌন হেনস্থার অভিযোগে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া ৷ বিশ্বজুড়ে ঝড় তোলা ‘#MeeToo’কে সমর্থন করে এক ট্যুইটবার্তায় পাক-অভিনেত্রী মিশা জানিয়েছিলেন, তাঁকে একাধিকবার যৌন হেনস্থা করেছেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক আলি জাফর ৷ যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন আলি জাফর ৷
এ বার আলিকে আরও খানিকটা বিপদে ফেলে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন আরও এক পাক-গায়ক মোমিনা মুস্তেশান ৷
গতকাল নিজের ট্যুইটারে মোমিনা লেখেন, ‘সবাই এখনও আপনার উত্তরের জন্য অপেক্ষা করে রয়েছে ৷ যদি মনে করেন কখনও, কোনওদিন, জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে কোনও মেয়েকে যৌন নিগ্রহ করেছেন তা হলে অবশ্যই ক্ষমা চেয়ে নিন ৷’
advertisement
advertisement
advertisement
এর আগে দিন দুয়েক আগে ট্যুইটারে মিশা লিখেছিলেন, ‘একজন নারী, একজন সেলিব্রিটি ও একজন সন্তানের মা হওয়ায় ৷ আমি বরাবরই অন্যায়ের প্রতিবাদ করি ৷ যাতে আমার প্রতিবাদে সাড়া দেয় নতুন প্রজন্ম ৷ আমি নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে চাই ৷ নিজের লক্ষ্যে এগিয়ে যেতে চাই ৷ কিন্তু আজকে এক ঘটনা সামনে আনতে চাই....’ মিসা তাঁর পোস্টে লিখলেন আরও, ‘আমি বার বার যৌন নিগ্রহের শিকার হয়েছি ৷ তাও আমার কর্মজগতে ৷ আমার সহকর্মী, জনপ্রিয় গায়ক ও অভিনেতা আলি জাফরের হাতে বহুবার যৌন নিগ্রহের শিকার হয়েছি ৷ ইন্ডাস্ট্রিতে নতুন যখন ছিলাম তখন নয়, বরং যখন আমি জনপ্রিয়, তখনই আমার ওপর কু-নজর দিয়েছিল আলি জাফর ৷ এই ঘটনা আমাকে নাড়া দিয়ে গিয়েছে ৷ কিন্তু আমি চুপ ছিলাম আমার পরিবারের কথা ভেবে ৷ আর নয় ৷ সবাইকে জানাতে চাই আলি জাফরের সুন্দর মুখের পিছনের ভয়ঙ্কর চেহারাটা !’
advertisement
advertisement
মিসার ট্যুইটের কথা জানতে পেরেই গোটা ঘটনাকে ভ্রান্ত বলে ট্যুইটারে ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেন আলি জাফর ৷ ট্যুইটে আলি লিখেন, ‘আমার বিরুদ্ধে আনা মিসার সমস্ত অভিযোগ মিথ্যে ৷ আমিও দুই মেয়ে ও এক ছেলের বাবা...এরকম মিথ্যে অভিযোগ আমার পরিবারের ওপর প্রভাব ফেলতে পারে ৷ আমি আইনি পথেই এর সমাধানে যাব ৷ ’
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্ষমা চেয়ে নিন আলি জাফর, মুখ খুললেন আরও এক পাক-গায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement