#মুম্বই: দু’দিন আগেই কলেজ পাস করেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান ! পাস করার আনন্দে বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টিও করেছেন তিনি ৷ সে ছবি শাহরুখ নিজেই ট্যুইট করেছিলেন ৷ কিন্তু এবার যেটা করলেন আরিয়ান ৷ তা দেখে হতবাক গোটা বলিউড !
পাস করার আনন্দে, নাইট ক্লাবে বন্ধুদের সঙ্গে হাজির হয়েছিলেন আরিয়ান ৷ সেখানেই আলাপ সুন্দরী এক তন্বীর সঙ্গে ৷ আর আলাপ হতেই একেবারে মত্ত হয়ে গেলেন আরিয়ান ৷
সুন্দরীকে সোজা টেনে আনলেন ডান্স ফ্লোরে ৷ আর তারপরই উদ্যম নৃত্য ৷ আরিয়ানের এই ছবি আপাতত ভাইরাল ইন্টারনেট দুনিয়ায় !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ariyan Khan, Bollywood, ETV News Bangla, Party, Shah Rukh Khan