‘আমাকে আরেকটু সময় দিন...’ সমন পেয়েই এনসিবির কাছে আবেদন অর্জুন রামপালের

Last Updated:

এনসিবির কর্মকর্তারা অর্জুন রামপালের বাড়ি থেকে ল্যাপটপ, মোবাইল ফোন এবং ট্যাবের মতো গ্যাজেটগুলি বাজেয়াপ্ত করেছেন ৷

#মুম্বই: মঙ্গলবার মাদক মামলায় বলিউড তারকা অর্জুন রামপালকে দ্বিতীয়বার তলব করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অভিনেতাকে আজ, বুধবার ১৬ ডিসেম্বর হাজিরা দেওয়ার কথা জানানো হয়। তবে, আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত এর জন্য সময় চেয়ে নিয়েছেন অর্জুন রামপাল ৷
সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী অভিনেতা অর্জুন রামপালকে এনসিবি-তে আজ ১৬ ডিসেম্বর হাজিরা দিতে বলা হয়েছিল৷ কিন্তু তিনি ২১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন ৷
এনসিবির কর্মকর্তারা অর্জুনের বাড়ি থেকে ল্যাপটপ, মোবাইল ফোন এবং ট্যাবের মতো গ্যাজেটগুলি বাজেয়াপ্ত করেছেন। উল্লেখ্য, এর আগে ১৩ নভেম্বর এনসিবি এই মাদককাণ্ডে অর্জুন রামপালকে ১৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে।
advertisement
advertisement
মাদককান্ডে গত কয়েকমাস ধরেই এনসিবির কড়া নজরদারিতে রয়েছেন এই বলিউড অভিনেতা ও তাঁর পরিবার। অক্টোবর মাসে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে প্রথম গ্রেফতার হয় অর্জুনের বান্ধবী এবং লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিলাওস ডেমেট্রিয়াডেস।
সূত্রের খবর, গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিলাওস ডেমেট্রিয়াডেসের সঙ্গে একাধিক মাদক পাচারকারীর যোগাযোগের সন্ধান পেয়েছে এনসিবি। তার কাছে থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল অ্যালপারাজোলাম ।
advertisement
জানা গিয়েছে সুশান্ত সিং রাজপুত মামলার সঙ্গে জড়িত মাদক পাচারকারীদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে অ্যাগিসিলাওসের। এরপর তাকে গ্রেফতার করা হয়৷ নভেম্বরের শুরুতে জামিনে ছাড়া পেলেও অপর এক মাদককাণ্ডে ফের গ্রেফতার করা হয় অ্যাগিসিলাওসকে। এছাড়াও সূত্রের খবর, অ্যাগিসিলাওসের সঙ্গে যোগাযোগ ছিল সুশান্তের বাড়ির দুই পরিচারক দীপেশ সাওয়ান্ত ও স্যামুয়েল মিরান্ডার৷
১৩ ডিসেম্বরের জেরার পর অর্জুন রামপাল SpotBoye-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, মাদকের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই ৷ তাঁর বাড়ি থেকে পাওয়া ওষুধের সব বৈধ প্রেসক্রিপশন তিনি এনসিবি-কে দিয়েছেন৷ তাঁর সঙ্গে আলোচনা করে এখনও পর্যন্ত এনসিবিও সন্তুষ্ট ৷ অফিসারদের কাজের প্রশংসা করেছেন তিনি৷ যথাযথভাবে সাহায্য করারও আশ্বাস দেন অর্জুন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আমাকে আরেকটু সময় দিন...’ সমন পেয়েই এনসিবির কাছে আবেদন অর্জুন রামপালের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement