Mitthye Premer Gaan: একই ছবিতে অর্জুন-ইশা-অনির্বাণ, শহরের বাতাসে ভাসবে 'মিথ্যে প্রেমের গান'
- Published by:Sanchari Kar
Last Updated:
Mitthye Premer Gaan: 'গুপ্তধন' ফ্র্যাঞ্চাইজের সুবাদে ইশা-অর্জুনের জুটি দর্শকের পছন্দের। এই ছবিতে আরও একবার একসঙ্গে কাজ করলেন তাঁরা।
কলকাতা: ছবি তৈরি করেছেন হর্ষ নেওটিয়ার কন্যা পরমা নেওটিয়া। নাম 'মিথ্যে প্রেমের গান'। পরমা পরিচালিত প্রথম ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তী।
সদ্য প্রকাশ্যে এসেছে ছবির চরিত্রদের লুক।
ছবিটি মূলত মিউজিক্যাল রোম্যান্টিক প্রেমের কাহিনি। অনির্বাণকে দেখা যাবে একজন সঙ্গীতকারের চরিত্রে। কয়েক দিন আগেই ছবির প্রচার ঝলকে দেখা যায়। শোনা যায়, অভিনেতার কণ্ঠ।
advertisement
advertisement
'গুপ্তধন' ফ্র্যাঞ্চাইজের সুবাদে ইশা-অর্জুনের জুটি দর্শকের পছন্দের। এই ছবিতে আরও একবার একসঙ্গে কাজ করলেন তাঁরা। অর্জুনের চরিত্রটি একজন ধ্রুপদী সঙ্গীতশিল্পীর। ইশাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে।
এই ছবিটি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নিউজ18 বাংলাকে ইশা বলেছিলেন, "পরমাদির এই ছবিটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। অনির্বাণদা আর অর্জুনের সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে।" চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে ছবিটি।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 5:49 PM IST