Arijit Singh: আজ বোলপুর-কাল মেদিনীপুর-পরশু বর্ধমান! অরিজিৎ সিংয়ের হল টা কী! বাংলা ঘুরে ঘুরে কী খুঁজছেন গায়ক?

Last Updated:

Arijit Singh: জঙ্গলমহলে ‘চমক’! আচমকা হাজির অরিজিৎ সিং, প্রিয় গায়ককে কাছে পেয়ে আবেগে ভাসল গোটা গ্রাম। কী করছেন অরিজিৎ বর্ধমানে?

+
অরিজিৎ

অরিজিৎ সিং 

পূর্ব বর্ধমান: জঙ্গলমহলে ‘চমক’! আচমকা হাজির অরিজিৎ সিং, প্রিয় গায়ককে কাছে পেয়ে আবেগে ভাসল গোটা গ্রাম। পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলমহলে মঙ্গলবার যেন নেমে এল এক রূপকথার রাত। রাত তখন সাড়ে আটটা। হঠাৎ-ই কালিকাপুর রাজবাড়ির সামনে এসে থামে একটি গাড়ি। সবার চক্ষু চড়কগাছ! গাড়ি থেকে নামলেন স্বয়ং অরিজিৎ সিং!
গানের জগতে যাঁর নামেই হৃদয় কাঁপে, যাঁর সুরে ভিজে থাকে প্রেম-বিরহ, সেই অরিজিৎকে এত কাছ থেকে দেখে অভিভূত গ্রামের মানুষ। কোনও নিরাপত্তা, কোনও গ্ল্যামার না নিয়ে একেবারে সাদামাটা পোশাকে, পাশের বাড়ির ছেলের মতোই হাজির হন তিনি। সেলফির আবদার মেটান, হাসিমুখে কথা বলেন, জঙ্গলমহলের নির্জন রাস্তাগুলোতে নীরবে ঘুরে বেড়ান।
আরও পড়ুন: ১,৪৫,০০,০০০ টাকা বার্ষিক প্যাকেজে চাকরি পেলেন যাদবপুরের উপায়ন দে, প্লেসমেন্টে IIT-দের টেক্কা দিয়ে নজির বাঙালি মেধাবীর
জানা গিয়েছে, একটি নতুন ছবির জন্য লোকেশন খুঁজতেই (রেইকি) এসেছিলেন তিনি। সেই ছবির জন্যই নাকি বিগত ক’দিন ধরে বোলপুর, ইলামবাজার, আউশগ্রাম এলাকায় ঘুরছেন গায়ক। বৃষ্টিভেজা রাতে গ্রামের মানুষের জীবনে এমন মুহূর্ত ইতিহাস হয়ে থাকবে বহুদিন। আউশগ্রামের কালিকাপুর রাজবাড়ি এলাকা এমনিতেই বাংলা ও হিন্দি সিনেমার শুটিং স্পট হিসেবে পরিচিত।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘আরে, অরিজিৎ সিং না?’ জিয়াগঞ্জের ছেলে স্কুটি চেপে ঘুরে বেড়াচ্ছেন বোলপুরে, বিখ্যাত গায়ককে পেয়েই হই হই কাণ্ড!
কিন্তু অরিজিৎ সিং-এর হঠাৎ আগমন এই জায়গার পরিচিতি আরও বাড়িয়ে তুলল। গ্রামের এক বাসিন্দা বলেন, “অরিজিৎদা তো আমাদের গর্ব। কিন্তু এভাবে সামনে দাঁড়িয়ে যাবেন, সেটা ভাবতেই পারিনি।” এই ঘটনা প্রমাণ করল– মাটির মানুষ হতে গেলে বিখ্যাত হতে হয় না, বরং বিখ্যাত হয়েও মাটির কাছাকাছি থাকা যায়। আর ঠিক সেটাই করে দেখালেন অরিজিৎ সিং।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh: আজ বোলপুর-কাল মেদিনীপুর-পরশু বর্ধমান! অরিজিৎ সিংয়ের হল টা কী! বাংলা ঘুরে ঘুরে কী খুঁজছেন গায়ক?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement