Airjit Singh: তারাপীঠের রাস্তায় হঠাৎ অরিজিৎ সিংয়ের দেখা! সঙ্গী স্ত্রী, তারকা গায়ককে দেখেই উপচে পড়ল ভিড়
- Reported by:Souvik Roy
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Arijit Singh Spotted তারাপীঠ ও রামপুরহাট এলাকায় ঘুরে বেড়াচ্ছেন অরিজিৎ সিং,কারণ কী গানের শুটিং নাকি অন্য কিছু?
বীরভূম,সৌভিক রায়: অরিজিৎ সিং,কমবেশি সকলের কাছে পরিচিত এক নাম। বর্তমানে বিশ্ব বিখ্যাত গায়ক হিসেবে পরিচিত তিনি। অরিজিৎ এর এক একটা গানের কনসার্টে তাঁর কণ্ঠে গান শোনার জন্য লক্ষ টাকা দিয়ে টিকিট কেটে ফেলেন তাঁর অনুরাগীরা। মূলত তাঁর সাদামাটা জীবনযাপন বারংবার অরিজিৎ সিংকে অন্যদের থেকে আলাদা করেছে। কখনও তিনি স্কুটি চালিয়ে বাজারে বেরিয়ে পড়েন তার স্ত্রীর সঙ্গে। আবার পায়ে হেঁটে ঘুরে বেড়ান পাড়ার অলিগলি। এবার অরিজিৎ সিংকে দেখা যায় বীরভূমের রামপুরহাট ও তারাপীঠ এলাকায়! যদিও এর আগে বেশ কয়েকবার এই গায়ককে দেখা গেছে লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতনে।
advertisement
কখনও তিনি মাথায় গামছা নিয়ে বোলপুর শহরের আশেপাশের গ্রামে গঞ্জে ঘুরে বেড়িয়েছেন আবার কখনও তিনি স্কুটি নিয়ে ঘুরে বেরিয়েছেন। তবে এবার সেই গায়ককে দেখতে পাওয়া গেল তারাপীঠের একটি বেসরকারি রিসর্টে। জানা যায় তিনি আর পাঁচটা সাধারণ মানুষের মতন সাধারণ পোশাক, মুখে মাস্ক নিয়ে তাঁর স্ত্রী কোয়েল রায়কে সঙ্গে নিয়ে রামপুরহাট এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার অরিজিৎ সিংকে দেখা যায় মুলুটি বারোমেসিয়া জঙ্গলে ঘুরে বেড়াতে।
advertisement
অরিজিৎ সিংয়ের ঘনিষ্ঠদের সূত্রে খবর অরিজিৎ আবার রাত্রে রিসর্টে ফিরে আসেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়,অরিজিৎ সিংয়ের সঙ্গে ছিল দুটি ইনোভা গাড়ি, একটি হাতি গাড়ি এবং চারটি স্কুটি যেগুলিতে তাঁর সহযোগী ও নিরাপত্তারক্ষীরা চলাফেরা করছিলেন। যদিও তিনি সংবাদমাধ্যমের সামনে আসেননি, তবে এলাকায় তাঁর উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই উৎসাহ ছড়িয়েছে অরিজিৎ এর ভক্তদের মধ্যে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Nov 07, 2025 12:10 PM IST








