Arijit Singh in Holi: সাদা পাঞ্জাবীতে জিয়াগঞ্জের পথে স্কুটি নিয়ে অরিজিৎ সিং! কচিকাঁচাদের সঙ্গে মাতলেন রঙ খেলায়

Last Updated:

Arijit Singh in Holi: রঙের উৎসবের দিনে স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়ে ছিলেন গায়ক অরিজিৎ সিং। আর অরিজিৎ সিং কে দেখতে পেতেই রাস্তায় তার পথ আটকে দাঁড়িয়ে পড়ে পড়ুয়ারা। তাদের আব্দার মেনেই নিজের স্কুটি থামিয়ে দেন গায়ক নিজে। 

+
আবিরের

আবিরের রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে গায়ক অরিজিৎ সিং কে

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: তিনি গায়ক। মাটির মানুষ হিসেবেই সবাই জানে। আজ বসন্ত উৎসব। অন্যদিকে অনেক জায়গায় রঙের উৎসবে রাঙিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় মানুষকে। কিন্তু যদি কেও হাতের কাছে পেয়ে যান প্রিয় গায়ক অরিজিৎ সিংকে, তাহলে তো আর কথাই নেই।
বসন্ত উৎসব মানেই আবীর গুলালে রাঙিয়ে দেওয়ার দিন। যা কিছু জীর্ণ, পুরোনো, মলিন তা ত্যাগ করে নতুন রং-এ রঙিন হয়ে ওঠবার মুহুর্ত। রঙের উৎসবের দিনে স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়ে ছিলেন গায়ক অরিজিৎ সিং। আর তাঁকে দেখতে পেতেই রাস্তায় তাঁর পথ আটকে দাঁড়িয়ে পড়ে পড়ুয়ারা। তাদের আবদার মেনেই নিজের স্কুটি থামিয়ে দেন গায়ক নিজে।
advertisement
আরও পড়ুন : কোলেস্টেরলে জেরবার? হৃদরোগ থেকে বাঁচতে কোলেস্টেরল কমান এই সহজ টিপসে
নিজের পাড়ায় একেবারে সাধারণ মধ্যবিত্ত বাঙালির অরিজিৎ সিং, যাকে জিয়াগঞ্জে সোমু নামেই সকলে চেনেন৷ তবে তাঁর মধ্যে না থাকে কোনও চাকচিক্য, না মিথ্যা গ্ল্যামারের চশমা থাকে তাঁর চোখে৷ তাই তাঁকেও রাঙিয়ে দেওয়া হল রঙিন বসন্তে। পড়ুয়াদের থেকেও রঙ মেখে নেন মুখে, তার পরেই তিনি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চলে যান তার গন্তব্যর উদ্দেশ্যে। তবে হঠাৎই প্রিয় গায়ক অরিজিৎ সিং-কে সামনে পেয়ে আপ্লুত হয়ে পড়েন ছাত্রীরা। সম্প্রতি পুণায় তিনি তাঁর শো করেছেন। শো করে ইতিমধ্যেই ফিরে এসেছেন তাঁর বাড়িতে। সারা দেশ যখন হোলির উৎসবে মাতোয়ারা, তখন গায়ক নিজে জিয়াগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে পড়েন, আর তাঁকে রাস্তায় এক ঝলক দেখতে পেয়ে পথ আটকে তাকে রঙে রঙিন করে দেওয়া হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh in Holi: সাদা পাঞ্জাবীতে জিয়াগঞ্জের পথে স্কুটি নিয়ে অরিজিৎ সিং! কচিকাঁচাদের সঙ্গে মাতলেন রঙ খেলায়
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement