#কানাডা: জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথ তথা কেকে-র মৃত্যুতে এখনও স্তব্ধ গোটা সঙ্গীত মহল। একটা সময়ে একের পরে এক হিট গান উপহার দিয়েছেন কেকে। সেই গানগুলিই অনুরাগীরা কেকে-র স্মৃতি হিসেবে আঁকড়ে রেখেছেন। তাই এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাঁর গানেই তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন অনুরাগীরা। বর্তমানের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংও গানে গানে শ্রদ্ধা জানালেন কেকে-কে।
অরিজিৎ এই মুহূর্তে আমেরিকা ও কানাডায় ৪৫ দিনের ট্যুরে গিয়েছেন অনুষ্ঠান করতে। কানাডার ভ্যানকুভা-তে অনুষ্ঠানের মঞ্চে কেকে-কে গানের মাধ্যমে স্মরণ করলেন অরিজিৎ। এদিন বিদেশের এই মঞ্চে কেকে-র জনপ্রিয় গান ইয়ারো গাইলেন অরিজিৎ। স্বাভাবিক ভাবেই উপস্থিত শ্রোতারা আবেগপ্রবণ হয়ে পড়েন। কেকে-র গান অরিজিতের কণ্ঠে। এক আলাদা পরিবেশ তৈরি হয় সুরের মূর্ছনায়।
বহুদিন আগের রিয়্যালিটি শো ফেম গুরুকুলে প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন অরিজিৎ সিং। সেই শোয়ে বিচারকের আসনে ছিলেন কেকে। সেই প্রথম দেখা দুই গায়কের দেখা। মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই অরিজিৎ বলেন, কেকের আকস্মিক মৃত্যুর খবর পাওয়ার পরে তাঁর গান গাওয়া কতটা কঠিন হয়ে উঠেছে। পাশাপাশি অরিজিৎ জানান, ফেম গুরুকুল-এর মঞ্চে কেকের সমস্ত পরামর্শ তাঁর জীবনে খুবই কাজে লেগেছে।
আরও পড়ুন- সলমন-সেলিমকে হত্যার হুমকি চিঠি দিয়েছে সিদ্ধেশ কাম্বলে? কে এই ব্যক্তি?প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অরিজিতের গাওয়া কিছু পুরোনো গান মুহূর্তে ভাইরাল হয়েছিল। সেই অনুষ্ঠানে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে গানে গানে শ্রদ্ধা জানিয়েছেন অরিজিৎ। লতা মঙ্গেশকরের গাওয়া একের পরে এক কালজয়ী গান অরিজিতের দৃপ্ত কণ্ঠে শুনে অনুরাগীরা স্তব্ধ। হিন্দি গান তো আছেই। তবে বাঙালি অনুরাগীরা আরও মুগ্ধ হয়েছেন কারণ অরিজিৎ এদিন লতা মঙ্গেশকরের গাওয়া বেশ কয়েকটি বাংলা গান গেয়েছেন। হিন্দি চ্যানেলে বাংলা গান এভাবে শুনে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।
উল্লেখ্য, গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করেন কেকে। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার পর থেকেই সুরের জগতে শোকের ছায়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arijit Singh, KK Death