Arbaaz Khan: ‘ওর সঙ্গে মালাইকার সম্পর্ক...’, কেন প্রেম ভাঙল আরবাজ-জর্জিয়ার? গোপন সত্যি ফাঁস করলেন বিদেশিনী মডেল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কিন্তু কী কারণে ভাঙল আরবাজ-জর্জিয়ার মাখোমাখো প্রেম? নিজেই খোলসা করলেন জর্জিয়া।
২০১৭ সালে বিচ্ছেদ হয়ে যায় আরবাজ খান এবং মালাইকা আরোরার। ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ খান। তবে সেই সম্পর্কও এখন অতীত। কিন্তু কী কারণে ভাঙল আরবাজ-জর্জিয়ার মাখোমাখো প্রেম? নিজেই খোলসা করলেন জর্জিয়া।
একসময় বলিউডের সেরা দম্পতিদের তালিকায় জায়গা করে নিতেন আরবাজ-মালাইকা। চুটিয়ে প্রেমের পর বিয়ে। এক পুত্রের বাবা মা দু’জনে। তবে, ২০১৭ সালেই ভাঙল দু’জনের সংসার। মালাইকা অর্জুনের প্রেম নিয়ে বলিপাড়ায় শুরু হয় জোর চর্চা। আরবাজের সঙ্গে নাম জড়ায় জর্জিয়ার। কিন্তু আরবাজ-জর্জিয়ার প্রেমেও অবশেষে পড়েছে ছেদ। নিজেই সেকথা জানালেন জর্জিয়া।
advertisement
advertisement
সম্প্রতি এক সাক্ষাত্কারে জর্জিয়া জানান, ‘‘আমরা ভীষণ ভাল বন্ধু। আমাদের বন্ধুত্ব সবসময় থাকবে।’’ তবে আরবাজের সঙ্গে তাঁর বিচ্ছেদের আসল কারণ কী? জর্জিয়ার উত্তরে উঠে এল মালাইকার প্রসঙ্গও। জর্জিয়া বললেন,‘‘ওর সঙ্গে মালাইকার সম্পর্ক কোনও দিন আমাদের সম্পর্কের মাঝে সমস্যা হয়ে দাঁড়ায়নি। কিন্তু আমি এই মুহূর্তে কারও ‘গার্লফ্রেন্ড’ নই।’’
আরবাজের সঙ্গে যে তাঁর বন্ধুত্ব এখনও অটুট তা জানিয়েছেন জর্জিয়াও। তবে, আরবাজের সঙ্গে কিছুদিন আগেই থাইল্যান্ডের পার্টিতে দেখা গিয়েছে অভিনেত্রী আমিশা প্যাটেলকে। দুজনে হাতে হাত ধরে পার্টিতে প্রবেশের পর নাচেনও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2023 4:49 PM IST