‘আমি বলিউডে কোণঠাসা...’ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘গ্যাং’ নিয়ে বিস্ফোরক এ আর রহমান

Last Updated:

এ আর রহমানকে এখন আর সেভাবে বলিউডের ছবির জন্য গান কম্পোজ করতে দেখা যায় না ৷ তামিল ছবিতেই বেশি কাজ করছেন তিনি ৷

#মুম্বই: তিনি ভারতের অস্কারজয়ী সঙ্গীত পরিচালক ৷ এক যুগেরও বেশি সময় ধরে তাঁর তৈরি গানে মুগ্ধ গোটা দেশ ৷ তিনি এ আর রহমান ৷ কোনও ছবিতে মিউজিক ডিরেক্টর তিনি রয়েছেন জানলেই দর্শকরা নিশ্চিত হয়ে যান, যে ছবির গানগুলি অন্তত দুর্দান্ত হবেই ৷
সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেয়েছে শুক্রবার ৷ সন্ধে সাড়ে ৭টায় সিনেমা রিলিজের অনেক আগের থেকেই সবাই অধীর আগ্রহে সিনেমাটির জন্য অপেক্ষা করেছে ৷ আর রিলিজ হতেই সবাই দেখার জন্য ঝাঁপিয়ে পড়েছেন ৷ ওটিটি প্ল্যাটফর্মে এভাবে কোনও ছবি দেখার জন্য গোটা দেশজুড়ে তুমুল আগ্রহ আগে দেখা যায়নি ৷ ‘দিল বেচারা’-র অন্যতম আকর্ষণ অবশ্যই ছবির গানগুলি ৷ টাইটেল ট্র্যাক তো ছিলই ৷ পাশাপাশি ছবি দেখার পর সবাই মনে মনে গুন গুন করছেন ‘ম্যায় তুমহারা’ গানটিও ৷
advertisement
এ আর রহমানকে এখন আর সেভাবে বলিউডের ছবির জন্য গান কম্পোজ করতে দেখা যায় না ৷ তামিল ছবিতেই বেশি কাজ করছেন তিনি ৷ রেডিও মির্চির সাক্ষাৎকারে এ আর রহমানকে প্রশ্ন করা হয়, কেন তিনি আর  সেভাবে বলিউডের জন্য মিউজিক কম্পোজ করেন না ? তার নামে নাকি অনেক গুজব ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে ৷ উত্তরে রহমান জানান, ‘‘ আমি কখনই ভাল ছবিতে কাজ করার অফারকে না বলি না ৷ কিন্তু আমার মনে হয় কোনও গ্যাং (দল) রয়েছে  ৷ যারা অনেক ভুল বোঝাবুঝি তৈরি করছে ৷ তারাই মিথ্যে গুজব ছড়াচ্ছে ৷ ’’
advertisement
advertisement
‘দিল সে’, ‘রোজা’, ‘গুরু’, ‘দিল্লি-৬’, ‘তামাশা’, ‘রকস্টার’-এর মতো আরও একাধিক হিন্দি ছবিতে দুর্দান্ত সব গান এর আগে উপহার দিয়েছেন রহমান ৷ ‘দিল বেচারা’ ছবি নিয়েও একটি তথ্য সবার সঙ্গে শেয়ার করেছেন রহমান ৷ তিনি জানান, ‘‘ ছবির পরিচালক মুকেশ ছাবড়া যখন আমার কাছে আসেন ৷ তখন দু’দিনের মধ্যেই চারটি গান কম্পোজ করে ওকে দিই ৷ মুকেশ তখন আমাকে জানান, স্যর আপনার সম্পর্কে তো অনেকেই অনেক কিছু এতদিন বলেছিলেন ৷ অনেকেই পরামর্শ দিয়েছিলেন আপনার কাছে না যেতে ৷ একাধিক গল্প শুনিয়েছেন তাঁরা আমাকে ৷ ’’ এরপর রহমান বলেন, ‘‘ মুকেশের কথা শুনেই বুঝতে পারি, কেন আমার কাছে আর বলিউডের বেশি কাজ আসে না ৷ কোনও এক গোষ্ঠী কাজ করছে ৷ যাদের জন্য হয়তো আমি কাজ বেশি পাচ্ছি না বলিউডে ৷ তবে আমি ঈশ্বরে বিশ্বাসী ৷ আমি অন্য অনেক কাজ করছি ৷ কিন্তু সবাইকে বলছি সুন্দর ছবি বানান এবং আমার কাছে আপনারা সবসময় আসতে পারেন ৷ ’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আমি বলিউডে কোণঠাসা...’ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘গ্যাং’ নিয়ে বিস্ফোরক এ আর রহমান
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement