AR Rahman's Pune concert: ‘ছাইয়া ছাইয়া’ চলছে, হঠাৎ রহমানের শোয়ে পুলিশ! অস্কারজয়ীকে মঞ্চ থেকে নামার নির্দেশ

Last Updated:

AR Rahman's Pune concert: মাত্রই গান শুরু করেছিলেন এর আর রহমান। হঠাৎ পুলিশ ঢুকে পড়ে সেখানে। এক আধিকারিক রহমানকে উদ্দেশ্য করে ঘড়ি দেখিয়ে গান থামাতে বলেন।

রহমানের শো-তে পুলিশ
রহমানের শো-তে পুলিশ
পুণে: অস্কারজয়ী সুরকারকে মঞ্চ থেকে নামতে বলে নির্দেশ পুলিশের! পুণেতে এমনই ঘটনার সম্মুখীন হলেন এ আর রহমান। শহরের রাজা বাহাদুর মিল এলাকায় রহমানের লাইভ শো আয়োজিত হয়েছিল। মাত্র শুরু হয়েছিল ‘দিল সে’ ছবির বিখ্যাত ‘ছাইয়া ছাইয়া’ গানটি। শেষ গান ধরেছিলেন সুরকার-গায়ক। আচমকা পুলিশ হাজির হয় সেখানে। রহমানকে মঞ্চ থেকে নামতে বলেন এক আধিকারিক। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তুলকালাম সোশ্যাল মিডিয়া জুড়ে।
advertisement
advertisement
জানা গিয়েছে, শো-এর সময়ের জন্য অনুমতি দেওয়া হয়েছিল রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। কিন্তু নির্দিষ্টি সময় পেরিয়ে যেতেই পুলিস হাজির অনুষ্ঠান থামিয়ে দেয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, মাত্রই গান শুরু করেছিলেন এর আর রহমান। হঠাৎ পুলিশ ঢুকে পড়ে সেখানে। এক আধিকারিক রহমানকে উদ্দেশ্য করে ঘড়ি দেখিয়ে গান থামাতে বলেন। রহমানও গান থামিয়ে দেন। আয়োজক এবং ব্যান্ডের বাকি সদস্যদের অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন সেই পুলিশ আধিকারিক। সঙ্গে সঙ্গে দর্শকাসন থেকে চিৎকার শুরু হয়। তাঁরা গান শুনতে চাইছিলেন আরও। কিন্তু সেখানে বাধা আসে।
advertisement
সূত্রের খবর, রহমানকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার সময়ে প্রশ্ন করে, কেন তিনি নির্দিষ্ট সময়ের বেশি মঞ্চে ছিলেন? এর পরই নাকি রহমান মঞ্চ ছেড়ে চলে যান।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
AR Rahman's Pune concert: ‘ছাইয়া ছাইয়া’ চলছে, হঠাৎ রহমানের শোয়ে পুলিশ! অস্কারজয়ীকে মঞ্চ থেকে নামার নির্দেশ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement