২২ জুলাই গানে-গানে সুশান্তকে শ্রদ্ধা, লাইভ-এ শ্রেয়া ঘোষাল থেকে এ আর রহমান

Last Updated:

সুশান্তের মৃত্যুর পর এক মাসের বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু আজও সুশান্ত-ময় তাঁর অনুরাগীরা। প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে ২২ জুলাই লাইভ পারফরম্যান্স! কখন? কোথায় দেখবেন ? জানুন বিস্তারিত

#মুম্বই: মাত্র ৩৪ বছরে চলে গেলেন তরতাজা তরুণ তুর্কি, বলিটাউনের 'কেদারনাথ' সুশান্ত সিং রাজপুত! বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। যে অবসাদ ধীরে ধীরে গিলে খাচ্ছিল তরতাজা প্রাণটাকে, মনের ভিতর যে উথালপাথাল যুদ্ধটা চলছিল, সেটা যে কতটা বিধ্বংসী হতে পারে, তার আঁচ পরিবার বা বন্ধুবান্ধব, কেউ-ই করতে পারেননি!
সুশান্তের মৃত্যুর পর এক মাসের বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু আজও সুশান্ত-ময় তাঁর অনুরাগীরা। প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে ২২ জুলাই দুপুর ১২টায় লাইভ মিউজিক্যাল কনসার্টের আয়োজন করেছে সোনি মিউজিক ইন্ডিয়া, ফক্স স্টার স্টুডিয়োজ এবং ডিজনি হটস্টার। সুশান্তের শেষ ছবির নামেই অনুষ্ঠানের নাম...'দিল বেচারা', দেখা যাবে হটস্টার প্লাস ডিজনি ওয়েব প্ল্যাটফর্মে। পারফর্ম করবেন এর আর রহমান থেকে শুরু করে অরিজিৎ সিং, মোহিত চওহান, হৃদয় গেট্টানিম শ্রেয়া ঘোষাল, সুনিধি চওহান, জোনিতা গান্ধি, সাশা তিরুপতি। অনুষ্ঠানের খবর নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেন 'দিল বেচারা'-র পরিচালক মুকেশ ছাবরা।
advertisement
advertisement
সুশান্তের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা'। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ছবির টাইটেল ট্র্যাক। সোনি মিউজিক ইন্ডিয়া, ফক্স স্টার স্টুডিয়োজ এবং ডিজনি হটস্টার একসঙ্গে এই গানটি প্রকাশ করেছে। সুর দেওয়ার পাশাপাশি গানটি গেয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী এ আর রহমান, লিরিক্স অমিতাভ ভট্টাচার্যর।
advertisement
' দিল বেচারা'য় সুশান্তের বিপরীতে দেখা যাবে নবাগতা সঞ্জনা সাংঘিকে। লেখক জন গ্রিন-এর 'দ্য ফল্ট ইন আওয়ার স্টার' অবলম্বনে লেখা ছবির চিত্রনাট্য । ২০১৮ সালেই শেষ হয়ে যায় মুকেশ ছাবরা পরিচালিত এই সিনেমার শ্যুটিং, কিন্তু নানাবিধ জটিলতায় মুক্তি আটকে যায়। সুশান্তের মৃত্যুর পর তড়িঘড়ি 'দিল বেচারা'র অনলাইন রিলিজের ব্যবস্থা করা হয়। আগামী ২৪ জুলাই হটস্টার প্লাস ডিজনি ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে 'দিল বেচারা'। ডিজনি হটস্টার-ও সম্প্রতি জানিয়ে দিয়েছে, সাবস্ক্রিপশন না থাকলেও সুশান্তের শেষ ছবি দেখতে পারবেন দর্শকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
২২ জুলাই গানে-গানে সুশান্তকে শ্রদ্ধা, লাইভ-এ শ্রেয়া ঘোষাল থেকে এ আর রহমান
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement