গ্লাস পেইনটিংয়ে এবার গুপি- বাঘা,অপু-দুর্গা
- Published by:Akash Misra
Last Updated:
পেশায় শিক্ষিকা হলেও আকার প্রতি টান থেকে গ্লাস পেইনটিং এ হাত পাকানো। পল্লবী সিংহ রায় এবার সেই গ্লাস পেইনটিং এর মাধ্যমেই সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তারই নানা সৃষ্টি ফুটিয়ে তুললেন কাচের ওপরে।
#কলকাতা: পেশায় শিক্ষিকা হলেও আকার প্রতি টান থেকে গ্লাস পেইনটিং এ হাত পাকানো। পল্লবী সিংহ রায় এবার সেই গ্লাস পেইনটিং এর মাধ্যমেই সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তারই নানা সৃষ্টি ফুটিয়ে তুললেন কাচের ওপরে।
ছবিগুলোর মধ্যে পথের পাঁচালীর অপু-দুর্গার বৃষ্টি ভেজার দৃশ্য, গুপী-বাঘার এক সঙ্গে গান গাওয়ার মুহূর্ত, জয় বাবা ফেলুনাথ এর ভেল্কির খেল দেখানোর বোর্ড এর ডিজাইন, আর অন্যটি সত্যজিতের একটা মুখের প্রতিকৃতি গ্লাসের উপর নানা রঙে ফুটিয়ে তুলেছেন পল্লবী।

advertisement
শুধু গ্লাস পেইনটিং এ সত্যজিতের সৃষ্টি তুলে ধরা নয় সেই পেইনটিং সন্দীপ রায়কে উপহারও দিয়ে এসেছেন পল্লবী। বাবাকে নিয়ে আগেও অনেক অভিনব কাজ দেখেছেন সন্দীপ রায় তবে এই গ্লাস পেইনটিং অনেকটাই আলাদা তা নিজেই ব্যক্ত করেছেন পরিচালক।তিনি জানান"খুব ভালো লাগলো।গ্লাস পেইনটিং যে আগে দেখিনি তেমনটা নয়।কিন্তু বাবাকে নিয়ে এমন কাজ এই প্রথম হল।এই কাজগুলো একদম অন্যরকমের।বাবাকে নিয়ে এরকম কাজ পল্লবী আগামী দিনেও করুক আমার আগাম শুভেচ্ছা রইল।এরকম কাজ একত্রে এনে প্রদর্শনীও করা যায়।"
advertisement

নাম পল্লবী হলেও ছবিতে নিজের ছেলে রোদ্দুরের নামেই ছাপ রাখেন পল্লবী। ভবিষ্যতে এরকম আরও অভিনব সৃষ্টি উপহার দিতে চান পল্লবী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2020 4:21 PM IST