গ্লাস পেইনটিংয়ে এবার গুপি- বাঘা,অপু-দুর্গা

Last Updated:

পেশায় শিক্ষিকা হলেও আকার প্রতি টান থেকে গ্লাস পেইনটিং এ হাত পাকানো। পল্লবী সিংহ রায় এবার সেই গ্লাস পেইনটিং এর মাধ্যমেই সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তারই নানা সৃষ্টি ফুটিয়ে তুললেন কাচের ওপরে।

#কলকাতা: পেশায় শিক্ষিকা হলেও আকার প্রতি টান থেকে গ্লাস পেইনটিং এ হাত পাকানো। পল্লবী সিংহ রায় এবার সেই গ্লাস পেইনটিং এর মাধ্যমেই  সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তারই নানা সৃষ্টি ফুটিয়ে তুললেন কাচের ওপরে।
ছবিগুলোর মধ্যে পথের পাঁচালীর  অপু-দুর্গার বৃষ্টি ভেজার দৃশ্য, গুপী-বাঘার এক সঙ্গে গান গাওয়ার মুহূর্ত, জয় বাবা ফেলুনাথ এর ভেল্কির খেল দেখানোর বোর্ড এর ডিজাইন, আর অন্যটি সত্যজিতের একটা মুখের প্রতিকৃতি গ্লাসের উপর নানা রঙে ফুটিয়ে তুলেছেন পল্লবী।
advertisement
শুধু গ্লাস পেইনটিং এ সত্যজিতের সৃষ্টি তুলে ধরা নয় সেই পেইনটিং সন্দীপ রায়কে উপহারও দিয়ে এসেছেন পল্লবী। বাবাকে নিয়ে আগেও অনেক অভিনব কাজ দেখেছেন সন্দীপ রায় তবে এই গ্লাস পেইনটিং অনেকটাই আলাদা তা নিজেই ব্যক্ত করেছেন পরিচালক।তিনি জানান"খুব ভালো লাগলো।গ্লাস পেইনটিং যে আগে দেখিনি তেমনটা নয়।কিন্তু বাবাকে নিয়ে এমন কাজ এই প্রথম হল।এই কাজগুলো একদম অন্যরকমের।বাবাকে নিয়ে এরকম কাজ পল্লবী আগামী দিনেও করুক আমার আগাম শুভেচ্ছা রইল।এরকম কাজ একত্রে এনে প্রদর্শনীও করা যায়।"
advertisement
নাম পল্লবী হলেও ছবিতে নিজের ছেলে রোদ্দুরের নামেই ছাপ রাখেন পল্লবী। ভবিষ্যতে এরকম আরও অভিনব সৃষ্টি উপহার দিতে চান পল্লবী।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
 গ্লাস পেইনটিংয়ে এবার গুপি- বাঘা,অপু-দুর্গা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement