হোম /খবর /বিনোদন /
পিতৃত্বের স্বাদ পেলেন অপারশক্তি, জেঠু হওয়ার খবর শেয়ার করে নিলেন আয়ুষ্মান

Aparshakti Khurana : পিতৃত্বের স্বাদ পেলেন অপারশক্তি, জেঠু হওয়ার খবর শেয়ার করে নিলেন আয়ুষ্মান

তাঁদের অভিনন্দিত করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই

তাঁদের অভিনন্দিত করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই

পিতৃত্বের স্বাদ পেলেন বলিউড অভিনেতা তথা আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) ভাই অপারশক্তি (Aparshakti Khurana) ৷

  • Last Updated :
  • Share this:

মুম্বই : পিতৃত্বের স্বাদ পেলেন বলিউড অভিনেতা তথা আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) ভাই অপারশক্তি (Aparshakti Khurana) ৷ শুক্রবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী আকৃতি আহুজা ৷ সামাজিক মাধ্যমে সুখবর শেয়ার করেছেন আদুরে পোস্টের মাধ্যমে ৷ সেখানে একটা ডুডল-ছবিতে মেঘের উপর বসে আছে ছোট্ট হাতি ৷ সঙ্গে লেখা, ‘‘আকৃতি ও অপারশক্তি তাঁদের ভালবাসা আরজোই এ খুরানাকে স্বাগত জানাচ্ছেন ৷’’ সঙ্গে হৃদয়ের ইমোজি ৷ দাদা আয়ুষ্মানও তাঁর নিজের জেঠু হওয়ার খবর শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে ৷ লিখেছেন, ‘পরিবারে নতুন অতিথি, শ্রেষ্ঠ অনুভূতি’’৷ দু’জনের পোস্ট-ই ভেসে গিয়েছে শুভেচ্ছা ও অভিনন্দনে ৷ তাঁদের অভিনন্দিত করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই ৷

কিছু দিন আগেই অপারশক্তি শেয়ার করেছিলেন তাঁর স্ত্রীর সাধভক্ষণ অনুষ্ঠানে ছবি ৷ খুরানা পরিবারের সদস্যরা এসে আশীর্বাদ জানিয়েছিলেন তাঁর স্ত্রী আকৃতিকে ৷

বলিউডে অপারশক্তির আত্মপ্রকাশ আমির খানের ‘দঙ্গল’ ছবিতে ৷ প্রথম ছবিতেই ‘ওমকার’ চরিত্রে দর্শকমনে দাগ কেটে গিয়েছিল ৷ ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’, ‘হ্যাপি ফির ভাগ যায়েগী’, ‘স্ত্রী’, ‘রাজমা চাওল’, ‘লুকাছুপি’, ‘বালা’, ‘পতি পত্নী অউর ওহ’-সহ একাধিক ছবিতে নিজের প্রতিভার ছাপ রেখেছেন অপারশক্তি ৷

এতদিন অবধি পার্শ্বচরিত্রে অভিনয় করা অপারশক্তি এ বার ধরা দেবেন কেন্দ্রীয় চরিত্রে, ‘হেলমেট’ ছবিতে ৷ কমেডি ধারার এই ছবিতে রয়েছে সামাজিক বার্তাও ৷ ‘হেলমেট’-এর মুক্তি আসন্ন ৷ তবে কাজের ব্যস্ততার বাইরে সময় বার করে অপারশক্তি গিয়েছিলেন চণ্ডীগড়ে ৷ বিশেষ মুহূর্তে তাঁর স্ত্রীর পাশে থাকতে ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Aparshakti Khurana