Aparna Sen: অসুস্থ অপর্ণা সেন! শারীরিক অবস্থার কারণে অনুপস্থিত আর্টিস্ট ফোরামের অনুষ্ঠানে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Aparna Sen: শংকর চক্রবর্তীকে নিজের অসুস্থতার কথা একটি মেসেজ করে জানিয়েছেন অপর্ণা। অভিনেত্রী জানিয়েছেন, বিগত বেশ কয়েক দিন ধরে ভাইরাল জরে ভুগছেন তিনি।
কলকাতা: ২৫ বছরে পা দিল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। শনিবার সেই রজত জয়ন্তি উপলক্ষে অ্যান্ডার্সন ক্লাবে বসেছিল চাঁদের হাট। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, থেকে রূপা গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, অঙ্কুশ হাজরা, অনুষ্ঠানে উপস্থিত তারকাদের তালিকাদের দীর্ঘ। আসার কথা ছিল অপর্ণা সেনেরও। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বর্ষীয়ান অভিনেত্রী।
কী হয়েছে অপর্ণার? শংকর চক্রবর্তীকে নিজের অসুস্থতার কথা একটি মেসেজ করে জানিয়েছেন অপর্ণা। অভিনেত্রী জানিয়েছেন, বিগত বেশ কয়েক দিন ধরে ভাইরাল জরে ভুগছেন তিনি। মূলত সেই কারণেই তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি অপর্ণা। আপাতত বিশ্রামেই রয়েছেন তিনি।
advertisement
advertisement
শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় গোটা টলিউড। অপর্ণা জানিয়েছেন, সেই অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার খুবই ইচ্ছা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি আসতে পারলেন না। আর্টিস্ট ফোরাম ২৫-এ পড়ল। নস্টালজিয়া আর আবেগে ভেসেছেন শিল্পীরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2023 10:20 PM IST