corona virus btn
corona virus btn
Loading

জেনে নিন, কেন দুবাইয়ে প্রভাসের কাছে ছুটে গেলেন অনুষ্কা শেঠি

জেনে নিন, কেন দুবাইয়ে প্রভাসের কাছে ছুটে গেলেন অনুষ্কা শেঠি

জেনে নিন, কেন দুবাইয়ে প্রভাসের কাছে ছুটে গেলেন অনুষ্কা শেঠি

  • Share this:

#দুবাই: 'বাহুবলী' প্রভাস এখন আবু-ধাবিতে। পরিচালক সুজিত-এর স্পাই থ্রিলার 'সাহো'র শুট করছেন! নায়িকা শ্রদ্ধা কাপুর। প্রধান অ্যান্টাগনিস্টের চরিত্রে নীল নিতীন মুকেশ। কিন্তু হঠাৎ করে সেখানে 'দেবসেনা' অনুষ্কা শেঠি কেন হাজির হলেন?

তা হলে গোড়া থেকেই শুরু করা যাক! এই ছবিতে ভয়ঙ্কর সব স্টান্ট করবেন 'বাহুবলী'। পরিচালক যদিও বারবার তাঁকে বডি ডাবল ব্যবহার করতে বলেন, কিন্তু মানেননি প্রভাস। সম্প্রতি, জীবনের ঝুঁকি নিয়ে একটি স্টান্ট করেন তিনি। ৩০০ কোটি বাজেটের এই ছবিতে স্টান্টটির প্রোডাকশন কস্ট-ই পড়েছে ৯০ কোটি টাকা।

'সাহো'-র একটি দৃশ্যে প্রভাস 'সাহো'-র একটি দৃশ্যে প্রভাস

প্রোডাকশন ইউনিটের এক সদস্যর থেকে জানা যায়, প্রভাস এরকম মারাত্মক ঝুঁকি নিচ্ছেন জানতে পেরেই, তড়িঘড়ি দুবাইয়ে, শুটিং স্পটে ছুটে আসেন 'দেবসেনা' অনুষ্কা শেঠি।

প্রভাস আর অনুষ্কার অনস্ক্রিন জুটি যেরকম সুপারহিট, তেমনি অফস্ক্রিনেও তাঁদের কেমিস্ট্রি জমে ক্ষীর! যদিও তাঁরা একে অপরকে 'ভাল বন্ধু' বলেন! কিন্তু...প্রশ্নগুলো সহজ, উত্তরটাও জানা!

First published: May 4, 2018, 3:45 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर