নতুন বছরে কী বললেন অনুষ্কা শর্মা?

Last Updated:

কিছুদিন আগে গোটা দুনিয়ায় রটে গিয়েছিল বিরাট ও অনুষ্কা নাকি এনগেজমেন্ট করতে চলেছেন ৷ দেরাদুনের এক পাঁচতারা হোটেলেই নাকি

#মুম্বই: কিছুদিন আগে গোটা দুনিয়ায় রটে গিয়েছিল বিরাট ও অনুষ্কা নাকি এনগেজমেন্ট করতে চলেছেন ৷ দেরাদুনের এক পাঁচতারা হোটেলেই নাকি বাগদান পর্ব সারবেন অনুষ্কা ও বিরাট ৷ তবে সেই গুজবে আপাতত ইতি টেনেছেন বিরাট নিজেই ৷ ট্যুইট করে বিরাট স্পষ্টই জানিয়ে ছিলেন, এনগেজমেন্ট করছেন না অনুষ্কার সঙ্গে ৷
তবে পুরো ব্যাপারটা নিয়ে চুপই ছিলেন অনুষ্কা ৷ মুখ খুললেন নতুন বছরে এসে, তবে বিরাটের সঙ্গে এনগেজমেন্ট বা বিয়ে নিয়ে নয়, বরং ফ্যানদের হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানালেন অনুষ্কা ৷
দেরাদুনের হোটেলে বসে, নতুন বছরে সকালে ফ্যানেদের উদ্দেশ্যে অনুষ্কা জানালেন, নতুন বছরে সবাই ভালো থাকুন ৷ ভালো করুন ৷
advertisement
বিরাট-অনুষ্কার প্রেম যেন ঠিকঠাকই এগোচ্ছে ৷ মাঝে অবশ্য কিছুটা ঝড় উঠেছিল সম্পর্কে ৷ তবে এখন সেই সম্পর্কের উষ্ণতা ও পাহাড়ের বরফ !
advertisement
তবে এই প্রথমবার নয়, অনুষ্কা শর্মা বহুবার উত্তরাখন্ডে এসেছেন ৷ জানা গিয়েছে, অনন্তবাবার শিষ্যা ৷ আর কাজ থেকে সময় পেলেই এখানে চলে আসেন তিনি ৷ তবে অনন্ত বাবার আশ্রমে আসা-যাওয়াটা একেবারেই গোপনে সেরে ফেলেন তিনি ৷ অনেক সময় নাকি এখানে থেকেই গিয়েছেন অনুষ্কা ৷ হয়তো বাগদানের আগে অনন্তবাবার থেকে আর্শিবাদও নেবেন অনুষ্কা ও বিরাট কোহলি ৷
advertisement
Happy 2017 you guys !
বাংলা খবর/ খবর/বিনোদন/
নতুন বছরে কী বললেন অনুষ্কা শর্মা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement