Death: আচমকাই সব শেষ! কাছের মানুষকে হারালেন 'অনুরাগের ছোঁয়া'-র মিশকা, শোকে ভেঙে পড়লেন অভিনেত্রী অহনা

Last Updated:

Death: টলিপাড়ায় ফের খারাপ খবর৷ বড় ধাক্কা খেলেন 'অনুরাগের ছোঁয়া'-র মিশকা৷ সম্প্রতি নিজের লিভ-ইন পার্টনারের মা-কে অর্থাৎ হবু শাশুড়ি মাকে হারালেন নায়িকা৷

 কাছের মানুষকে হারালেন 'অনুরাগের ছোঁয়া'-র মিশকা
কাছের মানুষকে হারালেন 'অনুরাগের ছোঁয়া'-র মিশকা
কলকাতা: টলিপাড়ায় ফের খারাপ খবর৷ বড় ধাক্কা খেলেন ‘অনুরাগের ছোঁয়া’-র মিশকা৷ সম্প্রতি নিজের লিভ-ইন পার্টনারের মা-কে অর্থাৎ হবু শাশুড়ি মাকে হারালেন নায়িকা৷ নিজের সোশ্যাল মিডিয়ায় দীপঙ্করের মায়ের মৃত্যুর খবর শেয়ার করেছেন নায়িকা৷
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মিশকা এবং তাঁর মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হয় এই প্রেমের কারণেই। ২০ বছরের অহনা নিজের মায়ের সঙ্গে এক ছাদের তলায় আর থাকেন না। মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গেই এখন ঘর তাঁর। গত কয়েক বছর ধরে দীপঙ্করের পরিবাররেই নিজের পরিবার করে নিয়েছিলেন অহনা৷ হবু শাশুড়িও মায়ের ভালবাসা দিয়ে আগলেছিল অহনাকে৷ কিন্তু আচমকাই সবটা শেষ হয়ে গেল৷ কোনওভাবেই শেষরক্ষা হল না৷
advertisement
advertisement
অহনার জন্মদিন হোক বা দশমীতে ঠাকুর বরণ কম বেশি সব অনুষ্ঠানেই অহনার পাশে থাকতেন দীপঙ্করের মা৷ সেই মা-কে হারিয়ে শোকে পাথর নায়িকা৷ তবে হবু শাশুড়ি মায়ের শেষ ইচ্ছে পূরণ না করায় আক্ষেপের সূর অভিনেত্রীর গলায়৷ সেই দুঃখের কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী৷
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় হবু শাশুড়ির সঙ্গে একটি ছবি পোস্টে আবেগঘন হয়ে পড়েছেন মিশকা৷ তিনি লেখেন-‘আর কোনও কষ্ট হবেনা তোমার !নতুন করে আবার জন্ম নিও ,,,, আর এইবার সমুদ্রের ঢেউ হয়ে এসো ,,,, তোমাকে শেষ বারের মতন তোমার পছন্দের জায়েগা (সমুদ্র )তে নিয়ে যেতে পারলাম না ,, তবে পরের বার দীপঙ্কর আর মৌসুমী কেই ছেলে মেয়ে রূপে গ্রহণ কর , বড্ড যে ভালবাসে তোমাকে , পৃথিবীর সব থেকে ভাল ছেলে মেয়ের সব থেকে ভাল মা ,,,, আর আমাদের ব্যপারে নাই বা বললাম ,,, আবার দেখা হবে আমাদের ,, আবার ওষুধ খাওয়ার জন্য বকব তোমাকে ,,, আবার চুড়িদার জোর করে পড়াবো ,,, আবার আন্টি বলে ডাকব’। এই কঠিন সময়ে দীপঙ্করের পাশেই রয়েছেন অহনা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Death: আচমকাই সব শেষ! কাছের মানুষকে হারালেন 'অনুরাগের ছোঁয়া'-র মিশকা, শোকে ভেঙে পড়লেন অভিনেত্রী অহনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement