Anurag Kashyap: হিন্দি ছবির দর্শকদের অবহেলা, তার ফলেই দক্ষিণী ছবির বাড়বাড়ন্ত; বলিউডকে বোধহীন বলে তীব্র ক্ষোভ উগরে দিলেন অনুরাগ কাশ্যপ

Last Updated:

Anurag Kashyap: সম্প্রতি প্রযোজক নাগা ভামসির মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠে গিয়েছে। আসলে তিনি বলেছেন যে, বলিউডের দৃষ্টিভঙ্গিকে পুনর্নির্মাণ করছে দক্ষিণ ভারতীয় সিনেমা। আর এই বিতর্ক উস্কে দিয়ে চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপও নিজের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছেন।

অনুরাগ কাশ্যপ
অনুরাগ কাশ্যপ
মুম্বইঃ সম্প্রতি প্রযোজক নাগা ভামসির মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠে গিয়েছে। আসলে তিনি বলেছেন যে, বলিউডের দৃষ্টিভঙ্গিকে পুনর্নির্মাণ করছে দক্ষিণ ভারতীয় সিনেমা। আর এই বিতর্ক উস্কে দিয়ে চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপও নিজের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছেন। নিজস্ব হিন্দিভাষী দর্শকদের উপেক্ষা করছে বলিউড, এই অভিযোগই তুললেন তিনি। ক্ষোভ প্রকাশ করে অনুরাগ কাশ্যপ জানান যে, তাঁর কিংবদন্তি ছবি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ এবং ‘মুক্কাবাজ’-কে যেভাবে দেখানো হয়েছিল, তার জন্যই বলিউডের সঙ্গে সংযোগ নষ্ট হয়েছিল। সেই সঙ্গে এই গাফিলতিই দক্ষিণ ভারতীয় সিনেমার প্রতিপত্তির জমি তৈরি করে দিয়েছিল।
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় অনুরাগ কাশ্যপ বলেন যে, “সমষ্টিগত ভাবে আমাদের দর্শকদের অবহেলা করা হয়েছে। উদাহরণস্বরূপ, কোভিডের সময় আমি দেখেছিলাম যে, আমার দু’টি ছবি – ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ এবং ‘মুক্কাবাজ’-এর এখন উত্তর ভারতে একটা নির্দিষ্ট দর্শক রয়েছে। তা উত্তর ভারতে মুক্তিই পায়নি। ডিস্ট্রিবিউশনের বৈঠকের সময় আমি দেখেছি যে, আমার উত্তর ভারতীয় ছবিগুলি উত্তর ভারতের সব অংশে মুক্তি পায়নি। কারণ স্টুডিও সিদ্ধান্ত নিয়েছে যে, আমার আসল দর্শক রয়েছেন দিল্লি, মুম্বই, চণ্ডীগড় এবং হায়দরাবাদে। আসলে তাঁরা এতটাই বোধহীন।”
advertisement
advertisement
বিহারের এক প্রেক্ষাগৃহের মালিকের ঘটনা উল্লেখ করে অনুরাগ কাশ্যপের বক্তব্য, “বিহারের এক প্রেক্ষাগৃহের মালিক আমায় জানিয়েছিলেন যে, তিনি প্রযোজনা সংস্থা Eros-এর কাছে আমার ছবি রিলিজ করার জন্য প্রচুর কাকুতিমিনতি করেছিলেন। কিন্তু প্রযোজনা সংস্থা সেই প্রস্তাব নাকচ করে দিল, কারণ আরও একটি ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) তৈরি করার জন্য টাকার প্রয়োজন হয়। তাদের মনে হয়েছিল যে, সেই খরচ মার্কেটের জন্য যথেষ্ট হবে না।”
advertisement
দক্ষিণ ভারতীয় ছবি কীভাবে উত্তর ভারতের বাজার ধরে নিয়েছে, সেই বিষয়ে চিত্রপরিচালক জানান যে, ডাবিং করা ভার্সনও দুর্ধর্ষ সাফল্য লাভ করেছে। অনুরাগ কাশ্যপের কথায়, “আমরা হিন্দি ছবি তৈরি করি। কিন্তু আমরা হিন্দি ছবির দর্শকদের অবহেলা করেছি। আর এই মানুষটা এর ফায়দা তুলে ইউটিউব চ্যানেল গোল্ডমাইনস তৈরি করেছে। যেখানে তিনি সস্তায় দক্ষিণের ছবি তুলতে শুরু করে, তা ডাবিং করেছেন এবং হিন্দি দর্শকদের কাছে তা তুলে ধরছেন। পটনায় ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার মুক্তি পেতেই প্রচুর দর্শক তৈরি হয়ে গিয়েছিল।”
advertisement
দর্শকদের পছন্দ বদলে যাওয়ায় ভারতীয় সিনেমার ধারায় নাটকীয় বদল এসেছে। অনুরাগ কাশ্যপ লক্ষ্য করেছেন যে, একসময় অমিতাভ বচ্চন, গোবিন্দা এবং সলমন খানের মতো বলিউড তারকাদের প্রতি বিশ্বস্ত ছিল উত্তর ভারতীয় দর্শকরা। অথচ বর্তমানে তাঁরাই দক্ষিণী তারকাদের ভক্ত হয়ে উঠেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anurag Kashyap: হিন্দি ছবির দর্শকদের অবহেলা, তার ফলেই দক্ষিণী ছবির বাড়বাড়ন্ত; বলিউডকে বোধহীন বলে তীব্র ক্ষোভ উগরে দিলেন অনুরাগ কাশ্যপ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement