Anupam Kher: সেটে অনুপমের জন্য এ কী করলেন অনুরাগ! বাঙালি পরিচালকের আন্তরিকতায় মুগ্ধ সকলেই
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Anupam Kher: সেটে লেন্সবন্দি হল সেই রন্ধনপর্ব। পরিচালকের চেয়ার ছেড়ে খোশমেজাজে দিব্যি রাঁধলেন অনুরাগ। তাঁকে সঙ্গ দিলেন অনুপম।
মুম্বই: চলছে 'মেট্রো... ইন দিনো'র শ্যুট। ফ্লোর জুড়ে 'লাইট-ক্যামেরা-অ্যাকশন'-এর ব্যস্ত হাঁকডাক। কিন্তু তারই ফাঁকে চলল রান্নাবান্নার পর্ব। খুন্তি হাতে তুলে নিলেন স্বয়ং পরিচালক। অনুরাগ বসু। ছবির অভিনেতা অনুুপম খেরের জন্য ধোসা বানালেন তিনি।
সেটে লেন্সবন্দি হল সেই রন্ধনপর্ব। পরিচালকের চেয়ার ছেড়ে খোশমেজাজে দিব্যি রাঁধলেন অনুরাগ। তাঁকে সঙ্গ দিলেন অনুপম। একা হাতে অচিরেই এগ ধোসা বানিয়ে ফেললেন বাঙালি পরিচালক। মাঝে অনুপম কিঞ্চিৎ সাহায্য করেছেন বটে। তবে ধোসা তৈরি করে খাওয়ানোর জন্য অনুরাগের প্রশংসা করতেও ভোলেননি বর্ষীয়ান অভিনেতা।
advertisement
advertisement
সেই ভিডিও নিজের ফেসবুকের দেওয়ালে ভাগ করে নিয়েছেন অনুপম। মজার ছলে লিখেছেন, 'মেট্রো... ইন দিনোর সেটে অনুপম খেরের জন্য ডিম ধোসা তৈরি করলেন অনুরাগ বসু। দেখুন, শিখুন, খান আর মজা নিন। অনুপর ডিম ধোসা খেয়ে মন ভরে অনুরাগের প্রশংসা করেছেন।' এখানেই থেমে যাননি অনুপম। অনুরাগের উদ্দেশে মজার সুরে লেখেন, 'ছবিতে চরিত্রও ভাল দিয়েছে, প্লেটে ধোসাও।' পরিচালক-অভিনেতার খুনসুটিতে মজেছেন নেটিজেনরাও।
advertisement
অনুরাগের 'মেট্রো... ইন দিনো'-তে অনুপম ছাড়াও দেখা যাবে সারা আলি খান, আদিত্য রায় কাপুর, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, নীনা গুপ্তা, ফতিমা সানা শেখ এবং আলি ফজসকে। আপাতত ছবির শ্যুট চলছে। চলতি বছরে ৮ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2023 7:01 PM IST