Anupam Kher: সেটে অনুপমের জন্য এ কী করলেন অনুরাগ! বাঙালি পরিচালকের আন্তরিকতায় মুগ্ধ সকলেই

Last Updated:

Anupam Kher: সেটে লেন্সবন্দি হল সেই রন্ধনপর্ব। পরিচালকের চেয়ার ছেড়ে খোশমেজাজে দিব্যি রাঁধলেন অনুরাগ। তাঁকে সঙ্গ দিলেন অনুপম।

অনুপমের জন্য ধোসা বানালেন অনুরাগ
অনুপমের জন্য ধোসা বানালেন অনুরাগ
মুম্বই: চলছে 'মেট্রো... ইন দিনো'র শ্যুট। ফ্লোর জুড়ে 'লাইট-ক্যামেরা-অ্যাকশন'-এর ব্যস্ত হাঁকডাক। কিন্তু তারই ফাঁকে চলল রান্নাবান্নার পর্ব। খুন্তি হাতে তুলে নিলেন স্বয়ং পরিচালক। অনুরাগ বসু। ছবির অভিনেতা অনুুপম খেরের জন্য ধোসা বানালেন তিনি।
সেটে লেন্সবন্দি হল সেই রন্ধনপর্ব। পরিচালকের চেয়ার ছেড়ে খোশমেজাজে দিব্যি রাঁধলেন অনুরাগ। তাঁকে সঙ্গ দিলেন অনুপম। একা হাতে অচিরেই এগ ধোসা বানিয়ে ফেললেন বাঙালি পরিচালক। মাঝে অনুপম কিঞ্চিৎ সাহায্য করেছেন বটে। তবে ধোসা তৈরি করে খাওয়ানোর জন্য অনুরাগের প্রশংসা করতেও ভোলেননি বর্ষীয়ান অভিনেতা।
advertisement
advertisement
সেই ভিডিও নিজের ফেসবুকের দেওয়ালে ভাগ করে নিয়েছেন অনুপম। মজার ছলে লিখেছেন, 'মেট্রো... ইন দিনোর সেটে অনুপম খেরের জন্য ডিম ধোসা তৈরি করলেন অনুরাগ বসু। দেখুন, শিখুন, খান আর মজা নিন। অনুপর ডিম ধোসা খেয়ে মন ভরে অনুরাগের প্রশংসা করেছেন।' এখানেই থেমে যাননি অনুপম। অনুরাগের উদ্দেশে মজার সুরে লেখেন, 'ছবিতে চরিত্রও ভাল দিয়েছে, প্লেটে ধোসাও।' পরিচালক-অভিনেতার খুনসুটিতে মজেছেন নেটিজেনরাও।
advertisement
অনুরাগের 'মেট্রো... ইন দিনো'-তে অনুপম ছাড়াও দেখা যাবে সারা আলি খান, আদিত্য রায় কাপুর, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, নীনা গুপ্তা, ফতিমা সানা শেখ এবং আলি ফজসকে। আপাতত ছবির শ্যুট চলছে। চলতি বছরে ৮ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anupam Kher: সেটে অনুপমের জন্য এ কী করলেন অনুরাগ! বাঙালি পরিচালকের আন্তরিকতায় মুগ্ধ সকলেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement