Anupam Kher as Rabindranath: বিশ্বজিতের পরিচালনায় রবি ঠাকুরের জুতোয় পা গলাবেন অনুপম! লাজপত রাইয়ের চরিত্রে কে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Anupam Kher as Rabindranath: ছবিটির পরিচালনার দায়িত্বে বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। একটি সংবাদমাধ্যমকে তিনি নিজে এ খবরের সত্যতা জানিয়েছেন।
মুম্বই: গত জুলাই মাসে হইচই পড়ে গিয়েছিল অনুপম খেরের একটি ছবি দেখে। সাদা-কালো একটি ছবি শেয়ার করেছিলেন বর্ষীয়ান অভিনেতা। ছবিতে, তাঁকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পোশাক পরে সাদা চুল ও লম্বা দাড়িতে দেখা গিয়েছিল।
ইনস্ট্রাগ্রামে রবি ঠাকুরের লুকে মুভিং পিকচার আকারে ছবিটি শেয়ার করেছিলেন। জানিয়েছিলেন, তাঁর ৫৩৮তম ছবিতে গুরুদেব অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চলেছেন অনুপম।
advertisement
আর আজ নতু বছর পড়তে জানা গেল, সেই ছবির সম্পর্কে বিস্তারিত তথ্য। ছবিটির পরিচালনার দায়িত্বে বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। একটি সংবাদমাধ্যমকে তিনি নিজে এ খবরের সত্যতা জানিয়েছেন। সদ্য, ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন এই ছবি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করবেন বলে জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা।
advertisement
আরও পড়ুন: অমৃতার পাশাপাশি নাতি-নাতনি সারা-ইব্রাহিমকেও হারিয়েছি, সইফের ঘরভাঙা নিয়ে শর্মিলা ঠাকুরের আবেগ
ছবিটি শ্যুট করা হবে একাধিক ভাষায়। নাম দেওয়া হয়েছে, ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে লেখা হয়েছে গল্প। ছবিতে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করছেন অনুপম খের। লালা লাজপত রাইয়ের ভূমিকায় দেখা যাবে ধর্মেন্দ্রকে। এই ছবিতে একটি গানও থাকবে অনুপমের ঠোঁটে। গাইবেন কুমার শানু। গান, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’।
advertisement
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Location :
Kolkata,West Bengal
First Published :
January 01, 2024 9:56 PM IST