অভিনয় করেছিলেন! নিজের ছবি 'উঁচাই'-এ টিকিট পেলেন না অনুপম খের, কারণ শুনলে অবাক হবেন
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Anupam Kher : তিনি টিকিট কাউন্টারে পৌঁছেছিলেন, সেখান থেকে বলেন যে ছবিটির জন্য কোনও টিকিট পাওয়া যায়নি
#মুম্বই: যে কোনও অভিনেতার জন্য সবচেয়ে বড় আনন্দ হল যখন তাঁদের ছবি থিয়েটারে হাউসফুল চলে। প্রবীণ অভিনেতা অনুপম খের মুম্বাইয়ের একটি থিয়েটারে তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি উঁচাই দেখতে গিয়েছিলেন। তিনি টিকিট কাউন্টারে পৌঁছেছিলেন, সেখান থেকে বলেন যে ছবিটির জন্য কোনও টিকিট পাওয়া যায়নি। তাঁর পরিচালক সূরজ বরজাতিয়া ছিলেন তার সঙ্গে। তিনি ডেভেলপম্যানদের কানে কানে হাসছিলেন।
मुझे “ऊँचाई” फ़िल्म का टिकट नहीं मिला! पहली बार असफलता में सफलता दिखी! मैं कहीं ख़ुशी के मारे पागल ना हो जाऊँ।कुछ भी हो सकता है! हा हा हा! जय हो! 😂😂😂😂 ##SoorajBarjatya #Uunchai #Housefull #NoTickets pic.twitter.com/GTCoIfxpZQ
— Anupam Kher (@AnupamPKher) November 12, 2022
advertisement
advertisement
অনুপম খের শনিবার রাতে একটি ভিডিও শেয়ার করেছেন ট্যুইটে। তিনি সেখানে টিকিটের জন্য বক্স অফিসে যান। টিকিট প্রত্যাখ্যান করায় তিনি বলেন, “মুঝে মানা কর রহে হ্যায়? ম্যায় ইস ছবি মে অভিনয় কিয়া হ্যায় (আপনি আমাকে অস্বীকার করছেন? আমি ছবিতে অভিনয় করেছি)।" লোকটি তাঁকে আবার বরখাস্ত করে। খের জিজ্ঞেস করেন যে তিনি দাঁড়িয়ে সিনেমাটি দেখতে পারেন কি না এবং তারপর উচ্চস্বরে হাসেন। তারপর তিনি 'মহান সুরাজ বরজাতি'র কাছে যান এবং তাঁকে জানান যে সিনেমাটির জন্য কোনও টিকিট পাওয়া যাচ্ছে না। পরিচালক হাসলে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে বাইরে চলে যান। কিছু ভক্ত তাঁদের ডেকে বলেন যে উঁচাই 'খুব ভাল সিনেমা'।
advertisement
প্রসঙ্গত, অনুপম খের ছাড়াও ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, বোমান ইরানি, নীনা গুপ্তা এবং সারিকা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 13, 2022 8:01 PM IST