বিতর্কে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ! ছবি নিয়ে তরজায় বিজেপি-কংগ্রেস নেতৃত্ব
Last Updated:
#নয়াদিল্লি: ট্রেলর মুক্তির পরই রাজনৈতিক বিতর্কের ঘূর্ণিতে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ১০ বছরের শাসনকাল নিয়ে বই লিখেছিলেন তাঁরই মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু। তা নিয়েই তৈরি ছবিতে মনমোহন সংয়ের চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের।
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্বের দশ বছর নিয়ে তৈরি বায়োপিক দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির ট্রেলর। তারপরই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।
বিজেপির টুইট, কীভাবে একটি পরিবার দেশকে ১০ বছর ধরে লুঠ করেছে তার ছবি। ওই পরিবারের উত্তরসূরী তৈরি হননি বলেই কি মনমোহন সিংকে বসিয়ে রাখা হয়েছিল? ছবির ট্রেলরটা দেখুন। ছবি মুক্তি পাচ্ছে ১১ জানুয়ারি।
advertisement
advertisement
ছবির পরতে পরতে কংগ্রেসের অন্দরের রাজনীতির ছবি। কংগ্রেসের দাবি, সত্যের অপলাপ করা হয়েছে। মহারাষ্ট্রের যুব কংগ্রেস নেতা দাবি করেছেন, মুক্তির আগে কংগ্রেস নেতাদের জন্য ছবির স্পেশাল স্ক্রিনিং করতে হবে। আমরা যেসব দৃশ্য বদলাতে বলব তা বদলাতে হবে। নাহলে ছবি দেখানো বন্ধে যা করার করব। এসব আপত্তিকে অবশ্য গুরুত্ব দিতে রাজি নন মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করা অনুপম খের। বারবারই যাঁকে বিজেপির পক্ষে মুখ খুলতে দেখা গিয়েছে।
advertisement
তথ্যবিকৃতির অভিযোগকেও উড়িয়ে দিয়েছেন বিজেপি সাংসদ কিরণ খেরের স্বামী। তাঁর মন্তব্য, বইটা যিনি লিখেছেন তিনি মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা ছিলেন। ভোটের মুখে রাজনৈতিক ফয়দা লুঠতেই এই ছবি মুক্তি পাচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। তারও জবাব দিয়েছেন অনুপম। ছবি নিয়ে তুমুল বিতর্ক শুরু হলেও কোনও মন্তব্য করতে রাজি হননি স্বয়ং মনমোহন সিং। কংগ্রেস সদর দফতরে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নে তাঁর জবাব, নো কমেন্টস।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2018 9:47 PM IST