Boney Kapoor-Mona Kapoor Divorce: বনি কাপুর ও মোনার সংসার কি ভেঙেছে মেয়ে অনশুলাই? বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে এ কী বললেন অর্জুনের বোন…

Last Updated:

Boney Kapoor-Mona Kapoor Divorce: সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা অর্জুন কাপুরের বোন এ-ও জানিয়েছেন যে, কীভাবে মা-বাবার সংসারের ভাঙন তাঁর উপর প্রভাব ফেলেছিল!

News18
News18
মুম্বই: সম্প্রতি নিজের বাবা-মা তথা প্রযোজক বনি কাপুর এবং প্রয়াত মোনা শৌরি কাপুরের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন তাঁদের কন্যা অনশুলা কাপুর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা অর্জুন কাপুরের বোন এ-ও জানিয়েছেন যে, কীভাবে মা-বাবার সংসারের ভাঙন তাঁর উপর প্রভাব ফেলেছিল! এমনকী তিনি এ-ও জানালেন যে, অনেকটা সময় ধরে তাঁর মনে হত যে, তাঁর কারণেই বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে।
The Quint-কে দেওয়া সাক্ষাৎকারের সেই অংশ উল্লেখ করেছে Indian Express। সেখানে অনশুলাকে বলতে শোনা গিয়েছে যে, ’আত্মবিশ্বাসের একটা অভাব যেন আমার মধ্যে ঢুকে পড়েছিল। কারণ যখন আমি ৫ অথবা ৬ বছরের শিশু, সেই সময়ই আমার মা-বাবার বিচ্ছেদ হয়। দীর্ঘকাল আমি ভেবে এসেছি যে, আমার জন্যই আমার মা-বাবার সম্পর্কটা টিকতে পারেনি। অর্থাৎ সম্পর্কটা ভেঙে যাওয়ার মূল কারণই হলাম আমি। আর একটা ছয় বছরের শিশুকে এই ভার বয়ে বেড়াতে হয়েছে। কিন্তু আমার মা-ই সেই মানুষ, যিনি আমায় এটা বুঝিয়েছিলেন যে, ‘সম্পর্কটা কেবল দু’টি মানুষের মধ্যে গড়ে ওঠে। আর দু’টি মানুষের মধ্যে সব কিছু ঠিক থাকলে কিংবা না থাকলেই সম্পর্ক শুরু হয় কিংবা ভেঙেও যায়। আর একজন ছোট মানুষ হিসেবে এর দায় তোমার কখনওই নয়।’
advertisement
আরও পড়ুন- ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে রাহু গ্রহণ যোগ, ৪ রাশির বিরাট ফাঁড়া, সতর্ক না হলেই পদে পদে চরম বিপদ, আপনার কপালে কী?
কীভাবে বনি আর মোনার বিবাহবিচ্ছেদের কারণে সমাজ থেকে বাঁকা মন্তব্য উড়ে এসেছিল, সেই বিষয়টাও তুলে ধরেছেন অনশুলা। তাঁর কথায়, ’আমার জীবনের এমন একটি মুহূর্তের কথাও মনে পড়ে না – এমনকী ছোটবেলাতেও – যখন আমি একবারের জন্যও প্রাণোচ্ছল হতে পারিনি। আমার মা-বাবার বিচ্ছেদের সময়টায় আসলে কেউই বুঝে উঠতে পারছিলেন না যে, কী চলছে! সেই সময় বিষয়টা ব্যাপক আকার ধারণ করেছিল। আশপাশের আন্টিরা আমাদের দিকে বাঁকা চাউনি দিতেন। মনে হত যেন তাঁরা আমাদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। আবার আমরা কোনও আড্ডায় ঢুকলে আচমকাই তাঁরা যেন চুপ করে যেতেন। অন্যরা যেন কথাই বলতে চাইতেন না। আর এতে তো মনের উপর প্রভাব পড়বেই। আর সেটাই মানুষকে আরও কঠিন করে তোলে। শুধু তা-ই নয়, এটা গায়ের চামড়াটাকেও মোটা করে দিয়েছে। সেই সঙ্গে একাকী এবং বিচ্ছিন্ন করে রেখেছে আমাদের।’
advertisement
advertisement
আরও পড়ুন- ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে রাহু গ্রহণ যোগ, ৪ রাশির বিরাট ফাঁড়া, সতর্ক না হলেই পদে পদে চরম বিপদ, আপনার কপালে কী?
মায়ের কথা বলতে গিয়ে অনশুলা জানান, ’আমি সব সময় বলি যে, আমার ডানায় মা-ই বাতাস জোগাতেন। আসলেই তিনি আমার মেরুদণ্ড ছিলেন।’ সম্প্রতি রিয়েলিটি শো ‘The Traitor’-এ দেখা গিয়েছে অর্জুনের বোনকে। সেখানে আত্মবিশ্বাস গড়তে মা কীভাবে সাহায্য করেছিলেন, সেটাও তুলে ধরেন অনশুলা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Boney Kapoor-Mona Kapoor Divorce: বনি কাপুর ও মোনার সংসার কি ভেঙেছে মেয়ে অনশুলাই? বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে এ কী বললেন অর্জুনের বোন…
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement