Ankush Hazra: 'তাদের চোখের জল পড়ার কারণ আমিও', কোন ভুলের জন্য ক্ষমা চাইতে হল অঙ্কুশকে

Last Updated:

Ankush Hazra: গত বছর আলাদা হয়ে যায়, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এবং নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। একটি বিবৃতি জারি করে অঙ্কুশ জানিয়ে দেন, যৌথ প্রযোজনায় কাজ হবে না আর।

কলকাতা: রাখঢাক করে কখনওই কথা বলেন না অঙ্কুশ হাজরা। এ বারও বললেন না। ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন প্রকাশ্যে। ফেসবুকে তিনি লিখলেন, “আমি কিছু কিছু মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি মনে করি তাদের চোখের জল পড়ার কারণ কিছুটা আমিও।” কিন্তু অঙ্কুশের এই অনুশোচনার কারণ কী? সেই উত্তর জানতে হলে কয়েক মাস আগে ফিরে যেতে হবে। গত বছর আলাদা হয়ে যায়, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এবং নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। একটি বিবৃতি জারি করে অঙ্কুশ জানিয়ে দেন, যৌথ প্রযোজনায় কাজ হবে না আর। ‘মির্জা’র প্রযোজনা করবেন তিনি একাই।
ক্ষোভ উগরে অঙ্কুশ তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, যে ব্যক্তির সঙ্গে তিনি ছবি প্রযোজনার পরিকল্পনা করেছিলেন, তাঁর বিষয়ে ভাল করে খতিয়ে না দেখাটা তাঁর ভুল। অঙ্কুশ লেখেন, ‘আজ সেই কারণে অনেক নতুন ছেলে মেয়েরা তাকে বিশ্বাস করে নিজের চোখের জল ফেলছে। আমি নিজে ছোট্ট একটি জায়গা থেকে বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম নায়ক হব বলে। পরিবারের যেখানে কেউই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না। সফর বেশ কঠিন ছিল। তাই এই স্বপ্নের দাম আমি বুঝি।’
advertisement
advertisement
অঙ্কুশ ঠিক কী কারণে সেই যৌথ উদ্যোগ থেকে সরে এসেছিলেন, তা খোলসা করেননি। তবে নিউজ18 বাংলাকে তিনি বলেছিলেন, “প্রথমে ওদের আইডিয়া, কথাবার্তা ভাল লাগায় সুযোগ দিয়েছিলাম। কিন্তু পরে বুঝলাম যে, এক জন অযোগ্য লোককে সুযোগ দিয়ে ফেলেছি। তাই এ বার সরে এলাম।” তিনি এও জানিয়েছিলেন যে, যা যা সমস্যা হয়েছে, তার সমস্ত প্রমাণ তাঁর কাছে রয়েছে। কিন্তু সে সব প্রকাশ করে কাদা ছোড়াছুড়িতে তিনি যেতে চান না। তবে সাম্প্রতিক পোস্টে হুঁশিয়ারির সুরে তিনি লেখেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, এরপর আর কারও স্বপ্ন নিয়ে যদি সে ছেলেখেলা করে, আমি কড়া পদক্ষেপ করব তার বিরুদ্ধে।’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankush Hazra: 'তাদের চোখের জল পড়ার কারণ আমিও', কোন ভুলের জন্য ক্ষমা চাইতে হল অঙ্কুশকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement